Railway in West Bengal: বসছে সিসিটিভি, বদলে যাচ্ছে বাংলার ২২৩ রেলস্টেশন! বিজ্ঞপ্তি জারি মন্ত্রকের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Railway in West Bengal: বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল মন্ত্রক। দেশের মোট ৭৫৬টি রেল স্টেশন সিসিটিভি নজরদারির আওতায় চলে আসবে।
advertisement
1/5

পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনছে রেল মন্ত্রক। বাংলার মোট ২২৩টি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।
advertisement
2/5
বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল মন্ত্রক। দেশের মোট ৭৫৬টি রেল স্টেশন সিসিটিভি নজরদারির আওতায় চলে আসবে। নির্ভয়া তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
advertisement
3/5
নজরদারির আওতায় থাকবে স্টেশনে ঢোকার পথ, স্টেশন থেকে বেরোনোর পথ, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, ফুট ওভার ব্রিজ ইত্যাদি।
advertisement
4/5
বড় স্টেশনের মতো ছোট রেল স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে চাইছে রাজ্য রেল পুলিশ। তাই বড় মাপের স্টেশনগুলির মতো এ বার শিয়ালদহ রেল পুলিশ ডিভিশনের অধীনে থাকা ছোট স্টেশনগুলিকেও সিসিটিভি ক্যামেরার নজরদারির অধীনে আনতে চাইছে পুলিশ। যার মধ্যে রয়েছে সোনারপুর, বারুইপুর, বনগাঁ, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগরের মতো স্টেশনগুলিও।
advertisement
5/5
যাত্রী সেজে ডাকাতি, ছিনতাই করে ট্রেন থেকে নেমে চলে যাওয়ার ঘটনা, মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুটের মতো ঘটনাও প্রায়ই ঘটে। সে ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে এতদিন গুটি কয়েক সিসিটিভির ওপর নির্ভর করতে হচ্ছিল রেল পুলিশকে। ছোট স্টেশনে অপরাধ হলে মূলত ‘সোর্স’-এর উপরেই নির্ভর করে থাকতে হয় তদন্তকারীদের।