TRENDING:

Puri Special Train From Shalimar: পুরী যাওয়ার বিন্দাস সুবিধা, পুজোর জন্য এই স্টেশন থেকে ছাড়বে ট্রেন, রইল বার্থের হিসেবনিকেশ

Last Updated:
Puri Special Train From Shalimar: পুজো উপলক্ষে এবার একাধিক স্পেশাল ট্রেন খড়গপুর ডিভিশনে, জানুন
advertisement
1/7
পুরী যাওয়ার বিন্দাস সুবিধা, পুজোর জন্য এই স্টেশন থেকে ছাড়বে ট্রেন,রইল বার্থের হিসেবনিকেশ
পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুজো উপলক্ষে এবার একাধিক গুরুত্বপূর্ণ স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। ইতিমধ্যেই খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর দুর্গোৎসব মানেই বাঙালির ছুটি কাটানোর সময়। তাই এবার সাধারণ মানুষের কথা ভেবে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন চালানোর পাশাপাশি বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। Photo- File
advertisement
2/7
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এবার দুর্গা পুজো উপলক্ষ্যে অসম পর্যন্ত ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। শালিমার থেকে ছাড়বে দুর্গা পুজো স্পেশাল এই ট্রেন। কবে কবে চলবে এই ট্রেন, জানুন?
advertisement
3/7
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ০৮০৪৭ শালিমার-রাঙ্গাপাড়া নর্থ স্পেশাল ট্রেন চালান হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। প্রতি শুক্রবার চলবে এই স্পেশাল ট্রেনটি। বিকেল ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে শালিমার থেকে। গন্তব্যে পৌঁছাবে পরের দিন দুপুর ১ টা ৪০ মিনিটে।
advertisement
4/7
একইভাবে ডাউন ০৮০৪৭ রাঙ্গাপাড়া নর্থ স্পেশাল ট্রেন প্রতি শনিবার চালান হবে। ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ডাউন ট্রেন। রাঙ্গাপাড়া নর্থ স্টেশন থেকে ছাড়বে ৪ টা ৩০ মিনিটে এবং পরের দিন মধ্যরাত্রি ১২টা ৩০ পৌঁছবে শালিমারে। খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে থাকবে স্টপেজ।
advertisement
5/7
একইভাবে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ওড়িশাগামী একাধিক স্পেশাল ট্রেন নিয়মিত চালান হবে বলেই জানান হয়েছে বিজ্ঞপ্তিতে। জানা গিয়েছে, ০৮০০৭/০৮০০৮ শালিমার-ভাঞ্জপুর স্পেশাল ট্রেন ১৩ সেপ্টেম্বর এবং ভাঞ্জপুর-শালিমার ট্রেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চালান হবে।
advertisement
6/7
একইভাবে ০৮০১১ ভাঞ্জপুর-পুরি ১৩ সেপ্টেম্বর এবং ০৮০১২ পুরি-ভাঞ্জপুর স্পেশাল ট্রেন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চালান হবে। পাশাপাশি ০২৮৩৯ শালিমার-পুরি স্পেশাল ১৪ সেপ্টেম্বর, ০২৮৪০ পুরি-শালিমার স্পেশাল ট্রেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চালান হবে।
advertisement
7/7
স্বাভাবিকভাবে পুজোর আগেই বেশকিছু ট্রেনের নিয়মিত যাতায়াত এবং নতুন বেশ কিছু পুজো স্পেশাল ট্রেন চালু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। তাই পুজোর ছুটিতে ছুটি কাটান এখন আরও সহজ। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/কলকাতা/
Puri Special Train From Shalimar: পুরী যাওয়ার বিন্দাস সুবিধা, পুজোর জন্য এই স্টেশন থেকে ছাড়বে ট্রেন, রইল বার্থের হিসেবনিকেশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল