#PulwamaAttack: দুই শহিদ বাঙালির প্রতি শেষ শ্রদ্ধা কলকাতা বিমানবন্দরে
Last Updated:
advertisement
1/5

কাশ্মীরে শহিদ দুই বাঙালী বীর জওয়ান বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসকে শেষশ্রদ্ধা কলকাতা বিমানবন্দরে ৷
advertisement
2/5
শহিদদের শেষশ্রদ্ধা জানালেন বায়ূসেনা এবং নৌসেনার অফিসারেরা ৷ বায়ূসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় দুই বাঙালী জওয়ানের কফিনবন্দি দেহ ৷
advertisement
3/5
বিমানবন্দরে গান স্যালুটে দুই বীর জওয়ানকে বিদায় জানাল সিআরপিএফ ৷ জওয়ানদের কাঁধে নিয়ে শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷
advertisement
4/5
পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ার বাসিন্দা সুদীপ ৷ ফোনে সুদীপের পরিবারকে সিআরপিএফ-এর তরফে মৃত্যুর খবর দেওয়া হয়েছে ৷ সিআরপিএফ-এর ৯৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন সুদীপ। মৃত্যু সংবাদ পৌঁছতেই শোকের ছায়া গোটা গ্রামজুড়ে ৷
advertisement
5/5
হাওড়ার বাউরিয়ার চককাশী গ্রামের বাসিন্দা বাবলু সাঁতরা শহিদ হলেন পুলওয়ামার জঙ্গি হামলায় ৷ হিমাচল প্রদেশ থেকে কাশ্মীরে প্রথমবার পোস্টিং পেয়েছিলেন তিনি ৷ শহিদ বাবলু রেখে গেলেন মা, স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে ৷ দেড় মাস আগে বাড়িতে এসেছিলেন ৷