Pujo Shopping WB restrictions| পুজোর শপিংয়েই তৃতীয় ঢেউয়ের ভয়! বিপদ ঠেকাতে এবার বড় সিদ্ধান্ত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Pujo Shopping WB restrictions| এবার করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফেই। কী সেই পদক্ষেপ, চোখ রাখুন-
advertisement
1/6

অনেকেই বলছেন হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ (Covid Thirs Wave)। এদিকে পুজোর বাদ্যি বাজতেই রাস্তায় ঢল নামছে শপিং-পিপাসুদের (Durgapuja Shopping)। দুর্গাপুজোর বাজার করার হিড়িক নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। এবার করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফেই। কী সেই পদক্ষেপ, চোখ রাখুন-
advertisement
2/6
পুজো শপিংয়ের জন্য কলকাতার বিভিন্ন মার্কেটগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা স্বাস্থ্য দফতরের বিশেষত নিউমার্কেট,হাতিবাগান,গড়িয়াহাট,বেহালা,গড়িয়া, যাদবপুরের পুজো বাজার নিয়ে উদ্বেগ রয়েছে রাজ্যের।
advertisement
3/6
এই বাজারগুলির কথা মাথায় রেখে কলকাতা ট্রাফিক পুলিশকে এই নিয়ে আলাদা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
advertisement
4/6
সব মার্কেটগুলোতে পুজোর মতো বাঁশ দিয়ে ঘেরার পরিকল্পনা নেওয়া হয়েছে। এন্ট্রি এবং এক্সিটের আলাদা ব্যবস্থা থাকবে।
advertisement
5/6
বাঁশ দিয়ে ব্যারিকেড করে একদিক দিয়ে ঢোকা এবং অন্য দিক দিয়ে বেরনো। যাতে খুব ভিড়ে মুখোমুখি কাউকে না হতে হয়।
advertisement
6/6
বেশি ভিড় হলে নিয়ন্ত্রণের জন্য নো এন্ট্রি করে বাঁশ লাগিয়ে আটকানোর কথা বলা হয়েছে। প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক ভাবে। এন্ট্রি এবং এক্সিটের জায়গায় হোম গার্ড মোতায়েন করা থাকবে।