TRENDING:

রাত জেগে প্রতিবাদী ছাত্ররা প্রেসিডেন্সির ঐতিহ্যবাহী সিঁড়িতে রং করে আজাদি গ্রফিত্তি আঁকল

Last Updated:
সাম্প্রতিককালে সি এ এ, এন আর সি,এন পি এ নিয়ে দেশজোড়া প্রতিবাদ আন্দোলনের শরিক হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
advertisement
1/7
রাত জেগে প্রতিবাদী ছাত্ররা প্রেসিডেন্সির ঐতিহ্যবাহী সিঁড়িতে আঁকল আজাদি গ্রাফিতি
আজাদি- এই তিন অক্ষরের একটা শব্দই এখন দেশজুড়ে ট্রেন্ডিং।সি এ এ, এন আর সি,এন পি এ নিয়ে দেশজোড়া প্রতিবাদ আন্দোলনের সবথেকে জনপ্রিয় স্লোগান এখন এটাই।১৯৯১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় এ একটি সেমিনারে এসে প্রখ্যাত নারীবাদী লেখিকা কমলা ভাসিন প্রথম এই স্লোগান তুলেছিলেন।
advertisement
2/7
তারপর ২০১৬ তে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এ সংসদ ভবনে হামলার জন্য আফজল গুরুর হটাৎ করে ফাঁসি দেওয়া নিয়ে যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়,সেখানে কানহাইয়া কুমার,উমর খালিদরা আবার এই আজাদী স্লোগান তোলে।
advertisement
3/7
তারপর থেকে যাদবপুর,প্রেসিডেন্সি,দিল্লি,জে এন ইউ সহ নানা কলেজ,বিশ্ববিদ্যালয় এ এই আজাদী স্লোগান ছাত্র যুবদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
4/7
সাম্প্রতিককালে সি এ এ, এন আর সি,এন পি এ নিয়ে দেশজোড়া প্রতিবাদ আন্দোলনের শরিক হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও।ছাত্রদের প্রতিবাদে সামিল হয়েছিলো সেখানকার অধ্যাপকরা।
advertisement
5/7
শুক্রবার ঐতিহ্যমন্ডিত প্রেসিডেন্সি সাক্ষী থাকলো এক অভূতপূর্ব অভিজ্ঞতার।প্রেসিডেন্সির পরটিকো র সামনের সিঁড়ি,যা বহু প্রতিবাদ,প্রতিরোধ,বিক্ষোভের সাক্ষী,সেখানকার সিঁড়ি রং করে রাতজেগে ছাত্ররা আজাদী গ্রাফিত্তি করলেন।শুধু সিঁড়ি কেনো,অন্য আরও বিভিন্ন জায়গা তেও নানা ধরণের গ্রাফিত্তি।
advertisement
6/7
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর জীববিদ্যার তৃতীয় বর্ষের ছাত্র প্রবাল রায় জানালেন,প্রতিবাদের জন্য,স্বপ্ন দেখানোর আরেক নাম এই আজাদী।
advertisement
7/7
রাষ্ট্রীয় শক্তির দমন পীড়ন,শোষণের বিরুদ্ধে যেমন এই আজাদী, তেমনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অগণতান্ত্রিক,স্বৈরাচারী আচরণের বিরুদ্ধেও এই আজাদী।তবে প্রেসিডেন্সি কতৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় নি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
রাত জেগে প্রতিবাদী ছাত্ররা প্রেসিডেন্সির ঐতিহ্যবাহী সিঁড়িতে রং করে আজাদি গ্রফিত্তি আঁকল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল