TRENDING:

Primary TET Calcutta High Court: SSC-র পর এবার প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে বিরক্ত হাইকোর্ট, প্রবল ভর্ৎসনার মুখে পুলিশ! বিস্ফোরক মন্তব্য, 'কিছুই করেনি পুলিশ'

Last Updated:
Primary TET Calcutta High Court: 'কিছুই করেনি', SSC-র পর এবার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে বিস্ফোরক কলকাতা হাইকোর্ট! প্রবল ভর্ৎসনার মুখে পুলিশ।
advertisement
1/7
SSC-র পর এবার প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে বিরক্ত হাইকোর্ট, প্রবল ভর্ৎসনার মুখে পুলিশ!
টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতারণা মামলায় পুলিশের তদন্তে বিরক্ত কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, "কিছুই করেনি পুলিশ তদন্তের। একটা চার্জশিট জমা দিয়ে দিয়ে দায়িত্ব সেরেছে।"
advertisement
2/7
তিনি আরও বলেন, "চেষ্টার অভাব রয়েছে, সঠিক তদন্ত করতে আবেগের প্রয়োজন। রাজ্যকে চারিদিকে ভর্ৎসনা করা হচ্ছে চাকরি সংক্রান্ত বিষয় আর তদন্তকারীদের কোনও হেলদোল নেই। প্রয়োজনীয় পদক্ষেপ করুন, মানুষের মনে পুলিশের প্রতি আস্থা স্থাপন করতে হবে।"
advertisement
3/7
এই মামলার আগের শুনানিতে ই-মেল সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সোমবার সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করে রাজ্যের আইনজীবী। রাজ্যের রিপোর্টে বলা হয়, তদন্তে উঠে এসেছে যে প্রাথমিক শিক্ষা বোর্ডের ই-মেল থেকে স্পুফিং করা হয়েছে, তবে তা অন্য ডোমেন থেকে করা হয়েছে, বোর্ডের ব্যবহৃত ডোমেন থেকে নয়। বোর্ডের কোনও কর্মীর এই প্রতারণায় যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি।
advertisement
4/7
এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে এসডিপিও হাবড়া। অভিযুক্তকে খুঁজতে সিআইডি-র নিখোঁজ সন্ধান দফতরের সাহায্য নিতে পারবেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ৩ নভেম্বর।
advertisement
5/7
প্রাথমিক নিয়োগে আবারও চাঞ্চল্যকর তথ্যে জানা যায়, ১২ লাখি চাকরির দরে ডিরেক্ট ই-মেইল করে 'অযোগ্য'-কে জানানো হয় TET উত্তীর্ণ ও যোগ্য।প্রাথমিক শিক্ষা পর্ষদে'র সচিবে'র ই-মেইল যায় ২৮ এপ্রিল, ২০২২। বিকেল ৪:১৯ করা ই-মেইল। ২৯ এপ্রিল কাউন্সেলিংয়ের ডাক ই-মেইল করে।
advertisement
6/7
মামলাকারীর আইনজীবী ফিরদৌস সামিম জানান, পর্ষদ অফিসে সাদা কাগজে সই করিয়ে ছেড়ে দেওয়া হয় গোবরডাঙার সুদীপ কর্মকারকে। পাঁচকান হতে আজও চাকরি পাননি সুদীপ। গোবরডাঙা থানায় FIR করে সুদীপের পরিবার।
advertisement
7/7
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে FIR। তদন্তে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা হয়। সেই মামলার তদন্তেই সোমবার বিরক্ত প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Primary TET Calcutta High Court: SSC-র পর এবার প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে বিরক্ত হাইকোর্ট, প্রবল ভর্ৎসনার মুখে পুলিশ! বিস্ফোরক মন্তব্য, 'কিছুই করেনি পুলিশ'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল