TRENDING:

Power Cut Message Fraud|| আপনার ফোনে কি বিদ্যুৎ দফতরের নামে 'এই' মেসেজ এসেছে? কী করবেন, কী করবেন না? জানুন...

Last Updated:
Power Cut Message Fraud: বিল অনাদায়ী, তাই রাতে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে... আপনার ফোনে এমন মেসেজ পেয়েছেন সম্প্রতি? তাহলে এখুনি সাবধান হন, ভুলেও সেই নম্বরে কোনও মেসেজ বা ফোন করবেন না।
advertisement
1/7
আপনার ফোনে কি বিদ্যুৎ দফতরের নামে 'এই' মেসেজ এসেছে? কী করবেন, কী করবেন না? জানুন
*বিল দেননি, ফলে রাতে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে... আপনার ফোনে এমন মেসেজ পেয়েছেন সম্প্রতি? তাহলে সাবধান, ভুলেও সেই নম্বরে কোনও মেসেজ বা ফোন করবেন না। ঘটতে পারে কেলেঙ্কারি।
advertisement
2/7
*রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই এই মর্মে সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও বিদ্যুতের লাইন কেটে দেওয়া সংক্রান্ত মেসেজ উপভোক্তার ফোনে এলে, সাবধান। প্রতারকরা, প্রতারণার নয়া ফাঁদ পেতেছে। প্রতীকী ছবি।
advertisement
3/7
*প্রথমত, এই মেসেজ যিনি আদতে উপভোক্তা, তাঁর ফোনে যেমন আসছে, তেমনই বাড়ির অন্যান্য সদস্যদের ফোনেও আসছে। অর্থাৎ, বলা ভাল সবাইকেই ভয় দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছেন প্রতারকরা। তাই কেউ যাতে মেসেজের কোনও উত্তর না দেন বা যে নম্বর থেকে মেসেজ আসছে, সেই ফোনে ঘুরিয়ে ফোন না করেন, তার জন্য প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফে।
advertisement
4/7
*শুধু পুলিশের পক্ষ থেকেই নয়, রাজ্য বিদ্যুৎ দফতরের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতারণা থেকে উপভোক্তাকে রক্ষা করতে।
advertisement
5/7
*বিদ্যুৎ দফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "সম্প্রতি WBSEDCL কর্তৃপক্ষের নজরে এসেছে যে কিছু গ্রাহক বিভিন্ন অজুহাতে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ভুয়ো মেসেজ পাচ্ছেন। WBSEDCL জানাচ্ছে, এই ধরণের মেসেজ গ্রাহকদের কখনওই পাঠানো হয় না। কোনও গ্রাহকের বিল অনাদায়ী থাকলে নিয়ম মেনে WBSEDCL নিজস্ব আইডি থেকে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে নির্দিষ্ট সময় দিয়ে নোটিশ পাঠায়। তাই গ্রাহকদের কাছে বিনীত আবেদন, তাঁরা যেন কোনওরকম ভুয়ো মেসজের প্রাতারণায় পা না দেন অথবা আতঙ্কিত না হন। যে কোনও প্রয়োজনে বা সন্দেহ নিরসনে তাঁরা নিকটববর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।"
advertisement
6/7
*সিআইডি-র পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে বারে বারে। সতর্ক করেছে কলকাতা পুলিশও। শুধু সাধারণ মেসেজ নয়, হোয়াটস অ্যাপেও এই ধরণের মেসেজ এলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাইবার অপরাধের বিষয়ে জানাতে ১৯০৩ নম্বরে ফোন করতে হবে।
advertisement
7/7
*তাই আর কোনও রিস্ক নয়, এই ধরণের বিল এলে সতর্ক থাকুন। অন্যকে সতর্ক করুন। না হলে প্রতারকদের ফাঁদে পা দিতে পারেন অচিরেই। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সাইবার ক্রাইম এবং গোয়েন্দা বিভাগ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Power Cut Message Fraud|| আপনার ফোনে কি বিদ্যুৎ দফতরের নামে 'এই' মেসেজ এসেছে? কী করবেন, কী করবেন না? জানুন...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল