কলকাতায় প্রধানমন্ত্রী, শহরজুড়ে গো ব্যাক স্লোগান, কালো পতাকা-বেলুন দেখিয়ে বিক্ষোভ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর কলকাতা সফরের বিরুদ্ধে শহরজুড়ে চলল বিক্ষোভ-মিছিল। জ্বলল প্রধানমন্ত্রীর কুশপুতুল
advertisement
1/12

NRC- নাগরিকত্ব আইনের প্রতিবাদ। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের বিরুদ্ধে শহরজুড়ে চলল বিক্ষোভ-মিছিল। জ্বলল প্রধানমন্ত্রীর কুশপুতুল।
advertisement
2/12
কলেজ পড়ুয়ারা হাতিবাগান মোড়ে রাস্তা অবরোধ করেন। লাগাতার NO NRC, NO CAA স্লোগান। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। প্রধানমন্ত্রী কুশপুতুলর দাহ হয়।
advertisement
3/12
NRC, CAA-সহ কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতি। প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে শহরের বিভিন্ন প্রান্তে শনিবার দিনভর চলল দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন।
advertisement
4/12
CAA থেকে JNU-তে হামলা। প্রতিবাদে পথে নেমেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রধানমন্ত্রীর সফর ঘিরেও 8B বাস স্ট্যান্ডের সামনে চলে অবরোধ বিক্ষোভ-মিছিল।।
advertisement
5/12
বিক্ষোভ-মিছিলে পোড়ান হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল।
advertisement
6/12
কলেজ স্ট্রিটেও এদিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
advertisement
7/12
নাগরিক সমাজের বিক্ষোভে কৈখালিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
advertisement
8/12
ধর্মতলায় CAA-NRC- বিরুদ্ধে মিছিল করে SUCI। সিপিএমের বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে স্লোগান।
advertisement
9/12
এয়ারপোর্ট আড়াই নম্বর গেটে বিক্ষোভ দেখায় INTUC। পুলিশ গিয়ে অবরোধ তোলে।
advertisement
10/12
এক নম্বর এয়ারপোর্ট এলাকায় সিপিএমের তরফে চলে প্রধানমন্ত্রী বিরোধি বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মহিলা পুলিশ কর্মী ছাড়াই হামলার অভিযোগ সিপিএমের।
advertisement
11/12
নাগরিক সমাজের বিক্ষোভে কৈখালিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
advertisement
12/12
কালো পতাকা-বেলুন। গো ব্যাক স্লোগান। বিক্ষোভ-মিছিল। প্রধানমন্ত্রীর কলকাতা সফর ঘিরে শনিবার যেন বিক্ষোভনগরী কলকাতা।