TRENDING:

Pradhan Mantri Awas Yojana: কোনও অস্বচ্ছতা নয়! আবাস যোজনার সমীক্ষার জন্য বিপুল সংখ্যক সরকারি কর্মচারী চাইল পঞ্চায়েত

Last Updated:
PM Awas Yojana: আবাস যোজনার তালিকা তৈরিতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য। আবাস যোজনার বাড়ি বাড়ি সমীক্ষা পর্বেও সেই সতর্কতা নজরে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছেন ন্যূনতম তিনজন করে সরকারি আধিকারিক।
advertisement
1/7
অস্বচ্ছতা নয়! আবাস যোজনার সমীক্ষার জন্য ১০ দফতর থেকে সরকারি কর্মচারী চায় রাজ্য!
আবাস যোজনার সমীক্ষার জন্য ১০টি দফতর থেকে সরকারি কর্মচারী ও আধিকারিকদের চাইল রাজ্যের পঞ্চায়েত দফতর। আগামী ২১ অক্টোবর থেকে বাড়ি বাড়ি সমীক্ষা পর্ব শুরু করবে রাজ্য।
advertisement
2/7
আবাস যোজনার তালিকা তৈরিতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য। আবাস যোজনার বাড়ি বাড়ি সমীক্ষা পর্বেও সেই সতর্কতা নজরে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছেন ন্যূনতম তিনজন করে সরকারি আধিকারিক। প্রতিটি সমীক্ষার দলে তিনজন করে আধিকারিক নিশ্চিত করার জন্য একাধিক দফতরকে চিঠি পঞ্চায়েত দফতরের।
advertisement
3/7
অন্যান্য দফতর থেকেও সরকারি কর্মী প্রয়োজন এই সমীক্ষার কাজে। যাতে নির্ভুল ও স্বচ্ছ সমীক্ষা হয়, সেটিই লক্ষ্য প্রশাসনের। জেলা স্তরে ও মহকুমা স্তরে যাতে সরকারি কর্মচারীদের এই সমীক্ষার জন্য দেওয়া হয়, তারই নির্দেশ নবান্ন সূত্রে।
advertisement
4/7
নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন। নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হল একগুচ্ছ নির্দেশ। উপভোক্তা কারা, সঠিক ভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব।
advertisement
5/7
এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হল বিভিন্ন থানার ওসিদের। এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হবে দল। যে দলে সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন। সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে।
advertisement
6/7
বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি। তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রাম সভা ডেকে আলোচনা করতে হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিয়ে দিতে হবে।
advertisement
7/7
তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব। বিডিও, মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছামত যে কোন নাম নিয়ে যাচাই করতে যাবেন।এমন কি রাজ্যস্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামে সত্যতা যাচাই করতে পারেন। উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে।এজন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগ পত্র জানানোর জন্য বাক্স রাখা হবে। অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যেই তা যাচাই করে সঠিক ভাবে ব্যবস্থা নিতে হবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Pradhan Mantri Awas Yojana: কোনও অস্বচ্ছতা নয়! আবাস যোজনার সমীক্ষার জন্য বিপুল সংখ্যক সরকারি কর্মচারী চাইল পঞ্চায়েত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল