'কিছু বলব না...' কাচতোলা জানলার ভিতর থেকেই নাড়লেন হাত, হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে পৌঁছলেন 'জেলমুক্ত' পার্থ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Partha Chatterjee Released: অবশেষে জেলমুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুর প্রায় তিনটে নাগাদ নাকতলার বাড়িতে পৌঁছলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সাড়ে তিন বছর জেলবন্দি পার্থ।
advertisement
1/5

অবশেষে জেলমুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুর প্রায় তিনটে নাগাদ নাকতলার বাড়িতে পৌঁছলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সাড়ে তিন বছর জেলবন্দি পার্থ।
advertisement
2/5
প্রেসিডেন্সি জেল নয়, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পার্থ। মঙ্গলবার দুপুরে সেখান থেকেই নাকতলার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। হুইচেয়ার করে বেসরকারি হাসপাতাল থেকে বের করে গাড়িতে তোলা হয়।
advertisement
3/5
সাংবাদিকদের প্রশ্নের মুখে অবশ্য কিছুই বলেননি পার্থ। অশ্রুসজল চোখে গাড়িতে ওঠেন। গাড়ির কাচের ভিতর থেকে হাত নাড়তে থাকেন অনুগামীদের উদ্দেশ্যে। গাড়ির পিছু পিছু বাইপাসের হাসপাতাল থেকে নাকতলা তাঁর গাড়ির সঙ্গে সঙ্গেই আসে লম্বা বাইকবাহিনী ।
advertisement
4/5
গতকাল সোমবারই প্রবীণ তৃণমূল নেতার জামিনে জেলমুক্তির রায় দেয় আদালত। সেই মতোই মঙ্গলবার দুপুরে মুক্তি পান পার্থ চট্টোপাধ্যায়। দুপুর ২টো ২০ নাগাদ বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইলচেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন তিনি।
advertisement
5/5
বেরিয়ে আসতেই হাসপাতাল চত্বরে আগে থেকে ভিড় করা অনুগামীরা স্লোগান তোলেন ‘পার্থদা জিন্দাবাদ’। এই সব দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কেঁদে ফেলেন তিনি। তবে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কিছু বলেননি তিনি। অসম্মতিসূচক ঘাড় নেড়ে বুঝিয়ে দেন, তিনি কোনও উত্তর দিতে চান না।