TRENDING:

Partha Chatterjee: জমা পড়ল জামিনের ৯০ হাজার টাকা, জেলমুক্তির কথা শুনেই মুখে হাসি! হাসপাতাল থেকেই বাড়ি ফিরবেন পার্থ

Last Updated:
Partha Chatterjee: ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা পড়ে গিয়েছে।
advertisement
1/5
জমা পড়ল জামিনের ৯০ হাজার টাকা, জেলমুক্তির কথা শুনেই মুখে হাসি পার্থর!
কলকাতা: অবশেষে জেল থেকে মুক্তির নির্দেশ পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২২ জুলাই ইডি হানা দিয়েছিল তাঁর নাকতলার বাসভবনে। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ।
advertisement
2/5
সূত্রের খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা পড়ে গিয়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে সই করলেই সেই টাকা প্রেসিডেন্সি জেলে জমা হবে, আর তার পরেই ঘরে ফেরার অপেক্ষা শেষ হবে। বর্তমানে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। সোমবার হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি। জেলমুক্তির নির্দেশ শুনে হাসতেও দেখা যায় তাঁকে।
advertisement
3/5
এর আগেও একাধিকবার জামিনের আবেদন করেন পার্থ, এমনকি সুপ্রিম কোর্টেও যান তিনি। সেইসূত্রেই ইতিমধ্যেই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষ জামিন পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অবশেষে গত বছরের ডিসেম্বরে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়—নির্দিষ্ট শর্তসাপেক্ষে জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়।
advertisement
4/5
তবে তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড শেষ হতে হবে। শর্ত হিসেবে বলা হয়েছিল ট্রায়াল কোর্ট অর্থাৎ সিবিআই বিশেষ আদালতে এসএসসি র গ্রুপ সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় চার্জ গঠন করে বিচার পর্ব শুরু করতে হবে এবং ১৪ নভেম্বরের মধ্যে তিন মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে।
advertisement
5/5
এই সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্ট যে শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরেই শর্তপূরণ হওয়ায় সোমবার আদালতে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর জেলমুক্তির জন্য রিলিজের আবেদন করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের তরফে। সেক্ষেত্রে আদালত রিলিজ অর্ডার দেওয়ায় তাঁর মুক্তি কেবল সময়ের অপেক্ষা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Partha Chatterjee: জমা পড়ল জামিনের ৯০ হাজার টাকা, জেলমুক্তির কথা শুনেই মুখে হাসি! হাসপাতাল থেকেই বাড়ি ফিরবেন পার্থ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল