Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে এবার হবে রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ! পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় জানিয়ে দিল সিবিআই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Partha Chatterjee: প্রাথমিকে অনুত্তীর্ণ ৩২১ জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে ১৩৪ জনের চাকরি হয়।
advertisement
1/6

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে আদালতে এমনই জানালেন সিবিআইয়ের আইনজীবী।
advertisement
2/6
প্রাথমিকে অনুত্তীর্ণ ৩২১ জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে ১৩৪ জনের চাকরি হয়। এই তালিকা পার্থ চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন। ওই তালিকাতে রাজনৈতিক প্রভাবশালীদের নামের উল্লেখ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে আদালতে দাবি সিবিআইয়ের।
advertisement
3/6
১৩৪ জন চাকরি প্রার্থীর জন্য যারা সুপারিশ করেছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে জামিনের মামলার শুনানি ছিল। সেখানেই এই দাবি করে সিবিআই।
advertisement
4/6
এদিকে, সিবিআই আদালতে দাবি করে, পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই নষ্ট করা হয় OMR শিট। জামিনের বিরোধিতা করতে গিয়ে এই প্রথম OMR শিট নষ্টে পার্থর ভূমিকার কথা উল্লেখ করল সিবিআই। সিবিআই আইনজীবী বলেন, ''তিনি মন্ত্রী ছিলেন। তিনি মাস্টারমাইন্ড। তার নেতৃত্ব পুরো দুর্নীতি হয়েছে।''
advertisement
5/6
সিবিআইয়ের দাবি, ''৭৫২ লিস্ট জনের একটি লিস্ট পাওয়া যায়। যেটা তাকে পাঠান মানিক ভট্টাচার্য। তালিকায় সকলেই অযোগ্য। ইন্টারভিউ করার কথা থাকলেও হয়নি। নথি ভেরিফিকেশনের পর নম্বর দিয়ে হয়। পার্থর কথাতেই নষ্ট করা হয় ওএমআর শিট।''
advertisement
6/6
বিচারক পাল্টা প্রশ্ন করেন, ''ইন্টারভিউ না হওয়ার সঙ্গে ওঁকে কীভাবে লিঙ্ক করছেন?'' সিবিআইয়ের জবাব, ''৭৫২ জনের প্রার্থী তালিকা মানিক ভট্টাচার্য পাঠিয়েছিলেন। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর ইন্টারভিউ হয়নি। এছাড়া ১৫ জনের তালিকা দেন পার্থ। তার মধ্যে ১০ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়। ওয়ার হাউস থেকে যে তালিকা পাওযা যায়, সেটি ৩২১ জনের তালিকা। তিনি মানিককে পাঠান। যার মধ্যে ১৩৪ জন নিয়োগ হয়েছে।'' মামলায় রায় দান ৩ এপ্রিল।