Partha Arpita: জামিনের পর পার্থর সঙ্গে যোগাযোগ হল? অবশেষে মুখ খুললেন অর্পিতা! আদালতেও করলেন গুরুত্বপূর্ণ আবেদন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Partha Arpita: আদালতে নিজের তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করলেন অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
1/6

কলকাতা: উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতে সশরীরে হাজিরা না দিয়ে আদালতের রোষের মুখে পড়লেন। নিম্ন আদালত অর্থাৎ ট্রায়াল কোর্টে শুনানির দিন হাজিরা না দিলে জামিন বাতিল হতে পারে। এমনই মন্তব্য করেন বিচারক শুভেন্দু সাহা।
advertisement
2/6
এদিকে, আদালতে নিজের তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করলেন অর্পিতা মুখোপাধ্যায়। তাতে অবশ্য আপত্তি জানায় ইডি। ৮ ডিসেম্বর এই বিষয় নিয়ে শুনানি হবে বলে জানায় আদালত। পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার পর এখনও তার সঙ্গে কোনও কথা বা যোগাযোগ তিনি করেননি বলেই এদিন জানান অর্পিতা। ২০০২ সালের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট রিলেটেড বিষয়ে আদালতে সওয়ার করেন তাঁর আইনজীবী। জানিয়ে দেন, পার্থ ও তার সম্পর্ক নিয়ে কোনও উত্তর দেবেন না।
advertisement
3/6
এদিকে, আদালতে পার্থর অনুপস্থিতি নিয়ে বিচারক বলেন, ''আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না।'' পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত। ইডি বিশেষ আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রায়াল কোর্টে শুনানির নির্ধারিত দিনে আদালতে পার্থ সহ অনেকেই যারা জামিনে মুক্ত তারা অনুপস্থিত ছিলেন। তাতেই উষ্মা প্রকাশ করেন বিচারক শুভেন্দু সাহা।
advertisement
4/6
বিচারক তাঁদের উদ্দেশে বলেন, প্রত্যেক শুনানিতে কোর্টে থাকতে হবে। অন্যথায় এই কোর্টের পূর্ণ ক্ষমতা আছে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার। আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না।
advertisement
5/6
অন‍্যদিকে আজ আদালতে চন্দ্রনাথ সিনহার চার্জগঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হল না। তার আইনজীবী এখনও পর্যন্ত চার্জশিট ও সংক্রান্ত নথি পড়ে শেষ করতে পারেননি। তাঁদের তরফে আদালতে সময় চাওয়া হয়েছে । জানুয়ারি মাসে চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানি চেয়ে আদালতে আবেদন করেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী ।
advertisement
6/6
এছাড়া আজ আদালতে হাজিরা দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ও। ২০০২ সালের তিনটি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করা হয় তাঁর তরফে। এই আবেদনের শুনানি ৮ ডিসেম্বর। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার চার্জগঠনের প্রক্রিয়ার শুনানি ও এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২০২৬ সালের ৬ জানুয়ারি।