TRENDING:

Cross Border Love Story: বিয়ে আগামী মাসে, আনন্দনগরী কলকাতাতেই দাম্পত্যজীবন কাটাতে চান করাচিকন্যা

Last Updated:
From Karachi to Kolkata: সীমান্তের কাঁটাতার পেরিয়ে জাওয়ারিয়া হাজির প্রেমের টানে। শীতের আমেজে কলকাতার পার্ক সার্কাসের খান পরিবারের তিনি হবু বধূ
advertisement
1/8
বিয়ে আগামী মাসে, আনন্দনগরী কলকাতাতেই দাম্পত্যজীবন কাটাতে চান করাচিকন্যা
তাঁদের প্রেম হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে জাওয়ারিয়া হাজির প্রেমের টানে। শীতের আমেজে কলকাতার পার্ক সার্কাসের খান পরিবারের তিনি হবু বধূ।
advertisement
2/8
পাঁচ বছরের প্রেমপর্বে এই নিয়ে দ্বিতীয় বার প্রেয়সীর দেখা পেয়েছেন কলকাতার শামীর খান। তাঁদের পরিবারে এখন বিয়ে উপলক্ষে সাজো সাজো রব।
advertisement
3/8
জানুয়ারিতে কলকাতাতেই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন শামীর এবং জাওয়ারিয়া। তাঁদের আশা, বর্ধিত ভিসা পেতেও সমস্যা হবে না।
advertisement
4/8
আনন্দনগরী কলকাতাতেই দম্পতি হিসেবে সংসার করতে চান শামীর ও জাওয়ারিয়া।
advertisement
5/8
পেশায় বিপিও কর্মী জাওয়ারিয়া জানিয়েছেন বিয়ের পরে শাড়ি পরার অভ্যাস রপ্ত করতে চান তিনি। কলকাতার দুর্গাপুজোয় শামিল হওয়ার ইচ্ছেও আছে।
advertisement
6/8
শামীরের পরিবারের অনেকেই পাকিস্তানে আছেন৷ মায়ের ফোনে তিনি প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন৷ তখনই ঠিক করেন বিয়ে করলে এই তরুণীকেই করবেন৷ জার্মানিতে দীর্ঘ দিন পড়াশোনা করেছেন শামীর৷
advertisement
7/8
প্রেয়সী তথা ভাবী জীবনসঙ্গিনীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পেশায় ব্যবসায়ী শামীর৷ কোভিড পরিস্থিতি, আইনি জটিলতা কাটিয়ে মনের মানুষের সামনে দাঁড়াতে পেরে আপ্লুত পাকিস্তানের করাচিতে বড় হওয়া জাওয়ারিয়া-ও৷
advertisement
8/8
মঙ্গলবার দুপুরেই অমৃতসর থেকে কলকাতায় আসেন যুগলে৷ রাতে হবু বধূকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করেন পরিবারের সকলে৷ আপাতত কলকাতায় দাম্পত্যজীবনে পা রাখার অপেক্ষায় করাচির মেয়ে জাওয়ারিয়া।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Cross Border Love Story: বিয়ে আগামী মাসে, আনন্দনগরী কলকাতাতেই দাম্পত্যজীবন কাটাতে চান করাচিকন্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল