Cross Border Love Story: বিয়ে আগামী মাসে, আনন্দনগরী কলকাতাতেই দাম্পত্যজীবন কাটাতে চান করাচিকন্যা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
From Karachi to Kolkata: সীমান্তের কাঁটাতার পেরিয়ে জাওয়ারিয়া হাজির প্রেমের টানে। শীতের আমেজে কলকাতার পার্ক সার্কাসের খান পরিবারের তিনি হবু বধূ
advertisement
1/8

তাঁদের প্রেম হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে জাওয়ারিয়া হাজির প্রেমের টানে। শীতের আমেজে কলকাতার পার্ক সার্কাসের খান পরিবারের তিনি হবু বধূ।
advertisement
2/8
পাঁচ বছরের প্রেমপর্বে এই নিয়ে দ্বিতীয় বার প্রেয়সীর দেখা পেয়েছেন কলকাতার শামীর খান। তাঁদের পরিবারে এখন বিয়ে উপলক্ষে সাজো সাজো রব।
advertisement
3/8
জানুয়ারিতে কলকাতাতেই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন শামীর এবং জাওয়ারিয়া। তাঁদের আশা, বর্ধিত ভিসা পেতেও সমস্যা হবে না।
advertisement
4/8
আনন্দনগরী কলকাতাতেই দম্পতি হিসেবে সংসার করতে চান শামীর ও জাওয়ারিয়া।
advertisement
5/8
পেশায় বিপিও কর্মী জাওয়ারিয়া জানিয়েছেন বিয়ের পরে শাড়ি পরার অভ্যাস রপ্ত করতে চান তিনি। কলকাতার দুর্গাপুজোয় শামিল হওয়ার ইচ্ছেও আছে।
advertisement
6/8
শামীরের পরিবারের অনেকেই পাকিস্তানে আছেন৷ মায়ের ফোনে তিনি প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন৷ তখনই ঠিক করেন বিয়ে করলে এই তরুণীকেই করবেন৷ জার্মানিতে দীর্ঘ দিন পড়াশোনা করেছেন শামীর৷
advertisement
7/8
প্রেয়সী তথা ভাবী জীবনসঙ্গিনীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পেশায় ব্যবসায়ী শামীর৷ কোভিড পরিস্থিতি, আইনি জটিলতা কাটিয়ে মনের মানুষের সামনে দাঁড়াতে পেরে আপ্লুত পাকিস্তানের করাচিতে বড় হওয়া জাওয়ারিয়া-ও৷
advertisement
8/8
মঙ্গলবার দুপুরেই অমৃতসর থেকে কলকাতায় আসেন যুগলে৷ রাতে হবু বধূকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করেন পরিবারের সকলে৷ আপাতত কলকাতায় দাম্পত্যজীবনে পা রাখার অপেক্ষায় করাচির মেয়ে জাওয়ারিয়া।