TRENDING:

Orange Alert: আকাশ ভাঙা প্রবল বৃষ্টি, ঘূর্ণাবর্তের কালো ছায়ায় বাংলায় প্রবল বর্ষণ, বইছে এলোমেলো ঝোড়ো হাওয়া, তোলপাড় কতদিন

Last Updated:
Orange Alert: তুমুল তোলপাড় করা আবহাওয়া, বাংলার আকাশে ঘোর দুর্যোগের তুমুল অশনি, চলবে আরও এতক্ষণ...
advertisement
1/11
বেলা গড়ালেই উত্তরের পার্বত্য এলাকা জুড়ে বৃষ্টি, সপ্তাহান্তে উত্তরবঙ্গে হাওয়া বদল
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত।এটি বিস্তৃত রয়েছে বাংলাদেশের উপর দিয়ে৷  ঘূর্ণাবর্ত রয়েছে বাংলা সংলগ্ন অসম এবং ঝাড়খণ্ডে। মৌসুমী অক্ষরেখা বা মনসুন ট্রফ সক্রিয় বাংলার উপর দিয়ে বিস্তৃত। Photo Courtesy- IMD/ Sattellite Image
advertisement
2/11
ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। আজ, বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Photo Courtesy- windy
advertisement
3/11
উত্তরবঙ্গে বৃষ্টির ইনিংস চালু থাকছে। তবে ভারী বা অতিভারী নয় মাঝারি বর্ষার সম্ভাবনাই থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
4/11
শুধুমাত্র কালিম্পঙয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি আগামী ৪ঠা অগাস্ট পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে, তাপর বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/11
 ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট৷  বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৩ জেলায়। নিয়মিত ভাবে সারাদিন ধরে বিভিন্ন সময়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে এলোমেলো গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷
advertisement
6/11
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
advertisement
7/11
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অগস্ট মাসের প্রথম থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
8/11
আইএমডি অনুযায়ী আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে।
advertisement
9/11
শুক্রবার পার্বত্য জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
10/11
শুক্রবার পর্যন্ত ‘ওয়াইড স্প্রেইড রেইন’ চলবে। সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
advertisement
11/11
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Orange Alert: আকাশ ভাঙা প্রবল বৃষ্টি, ঘূর্ণাবর্তের কালো ছায়ায় বাংলায় প্রবল বর্ষণ, বইছে এলোমেলো ঝোড়ো হাওয়া, তোলপাড় কতদিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল