পেঁয়াজের পাশাপাশি দাম বাড়ল মুরগির মাংস ও ডিমের, মাথায় হাত মধ্যবিত্তের
Last Updated:
বাজারে ঢুকলেই হাতে ছেঁকা। হেঁশেলের রসদ জোগাড়ে পকেট খালি হওয়ার জোগাড়।
advertisement
1/4

আলু , পিয়াজ , আদা-রসুন, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, পটল,টমেটো.......বাজারে ঢুকলেই হাতে ছেঁকা। হেঁশেলের রসদ জোগাড়ে পকেট খালি হওয়ার জোগাড়।
advertisement
2/4
শুধু পেঁয়াজ নয়, দাম বেড়েছে মুরগির মাংস ও ডিমের। মুরগির ডিম ৫ থেকে বেড়ে হয়েছে ৬ টাকা। এক মাসে পাইকারি বাজারে মুরগির মাংসেরও দাম বেড়েছে। কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়েছে। খুচরো বাজারে মুরগির মাংস বেড়েছে কেজি প্রতি ৪০ টাকা।
advertisement
3/4
সব বাজারেই অগ্নিমূল্য আলু, পেঁয়াজ-সহ অন্যান্য সবজি। কলকাতার বিভিন্ন খুচরো বাজারে পেঁয়াজ ৮০ টাকা কেজি। ২০ টাকা কেজি জ্যোতি আলু। আদা ১৫০ থেকে ১৮০ টাকা কেজি। রসুন ১৫০ থেকে ১৭০ টাকা। টমেটো ৫০ টাকা প্রতি কেজি।
advertisement
4/4
বুলবুল আসার আগেই ফড়েদের দাপটে সবজি দাম অনেকটাই বেড়েছে। রাজ্যের দাবি, ফড়েদের দাপটেই সবজির অস্বাভাবিক দাম বেড়েছে।