TRENDING:

OBC: 'হাইকোর্টের রায়ের পরিপন্থী', ১৪০ OBC সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে! ফের কি সব আটকে যাবে জটে?

Last Updated:
OBC: বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি সম্ভাবনা। আজই মামলা দায়ের হল। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
advertisement
1/6
'হাইকোর্টের রায়ের পরিপন্থী', ১৪০ OBC সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে!
রাজ্য মন্ত্রিসভার ১৪০ OBC সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে৷ নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী (৭৬+৬৪= ১৪০) সম্প্রদায় ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। হাইকোর্টের রায়ের পরিপন্থী রাজ্যের সিদ্ধান্ত।
advertisement
2/6
ত্রুটিযুক্ত সমীক্ষায় তৈরি ১৪০ OBC সম্প্রদায়। মামলায় অভিযোগ মূল মামলাকারী অমলচন্দ্র দাসের। আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি সম্ভাবনা। আজই মামলা দায়ের হল। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
advertisement
3/6
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আদেশ মেনে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণির তালিকায় নতুন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং উপ-শ্রেণিকরনের সুপারিশ করেছিল ওয়েস্টবেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। যা মেনে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণির মধ্যে ৭৬টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। সেই সঙ্গে রাজ্যের ওবিসি তালিকায় থাকা মোট ১৪০টি জনগোষ্ঠীর উপ-শ্রেণিকরনের বিজ্ঞপ্তিও জারি করে রাজ্য।
advertisement
4/6
গত ২ জুন যার ছাড়পত্রও দেয় রাজ্য মন্ত্রিসভা। আর এর জেরে কেটেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্ত জটিলতা। এই বিষয়টি মঙ্গলবার বিধানসভায় পেশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর থেকেই, ধর্মের ভিত্তিতে এই অন্তর্ভুক্তিকরন এবং উপ-শ্রেণিকরনের কাজ করা হয়েছে বলে মিথ্যাচার চলেছে বিভিন্ন মহলে। এমনই অভিযোগ শাসক দল তৃণমূলের।
advertisement
5/6
এই পরিস্থিতিতে বিধানসভায় এই কাজ সংক্রান্ত আদালতের অর্ডার, কমিশনের সুপারিশের কাগজ, রাজ্যের বিজ্ঞপ্তির কপি সহ সমস্ত নথি বিধানসভায় পেশ করে এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রচার চালিয়ে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়েছে কমিশন। যার সুপারিশই হল, এই অন্তর্ভুক্তি করণ এবংউপ-শ্রেণিকরনের ভিত্তি। ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আশা করি, আজকের পরে আর কোনও বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করা হবে না।
advertisement
6/6
সেই সঙ্গে এর ফলে আটকে থাকা উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া মসৃণ ভাবে চালানো যাবে বলেও তিনি জানিয়েছেন। কারণ, তাঁর কথা অনুযায়ী, জটিলতা কেটে যাওয়ায় দীর্ঘদিন অপেক্ষায় থাকা মানুষ এবার অনগ্রসর শ্রেণি শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট পেতে শুরু করবেন। এরই মধ্যে ফের আদালতের দ্বারস্থ হলেন মূল মামলাকারী অমলচন্দ্র দাস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
OBC: 'হাইকোর্টের রায়ের পরিপন্থী', ১৪০ OBC সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে! ফের কি সব আটকে যাবে জটে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল