North Bengal Train Cancellation: দুঃসংবাদ! চলতি মাসের ৮ থেকে ২২ বাতিল উত্তরবঙ্গের এই ট্রেন! চালু স্পেশ্যাল বাস
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
পর্যটকদের জন্য দুঃসংবাদ। ডিসেম্বর মাসে ডুয়ার্স এবং পাহাড়ে সব থেকে বেশি পর্যটক আসেন। রেল সূত্রে খবর, ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
advertisement
1/8

পর্যটকদের জন্য দুঃসংবাদ। রেল সূত্রে খবর, ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
advertisement
2/8
ডিসেম্বর মাসে ডুয়ার্স এবং পাহাড়ে সব থেকে বেশি পর্যটক আসেন। শিয়ালদহ থেকে ডুয়ার্সে যাওয়ার জন্য এই ট্রেনটির উপরেই ভরসা করেন অধিকাংশ পর্যটক। রিসর্ট, হোটেলগুলিতে বুকিং নেওয়ার কাজ শেষ।
advertisement
3/8
ট্রেন থেকে নামার পরে, বেড়ানোর গাড়ির বুকিংও হয়ে গিয়েছে। কিন্তু ট্রেন বাতিলের খবরে চিন্তায় পড়েছেন বিভিন্ন পর্যটন সংস্থার কর্তারা। চিন্তায় পর্যটকেরাও।
advertisement
4/8
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘পূর্ব রেলের এলাকায় লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কিছু কাজ রয়েছে বলে শুনেছি।’’
advertisement
5/8
কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলকারী আরও ৪১টি ট্রেনের রুট বদলানো হয়েছে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।
advertisement
6/8
কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল হওয়ায় কারণে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে কিছু বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
7/8
কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি বিশেষ বাসের পরিষেবা দেওয়া হবে। অপরদিকে,শিলিগুড়ি থেকে কলকাতা বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি বাসের বিশেষ পরিষেবা দেওয়া হবে।
advertisement
8/8
যাত্রীদের অতিরিক্ত চাহিদার জন্য, NBSTC উভয় প্রান্ত থেকে অতিরিক্ত পরিষেবা প্রদান করতে পারে। Dooars-এর জন্য, জনসাধারণের চাহিদা অনুযায়ী, NBSTC বিশেষ পরিষেবার ব্যবস্থা করতে পারে। এছাড়াও, শিলিগুড়ি জং থেকে বাস ট্যাক্সি পরিষেবা পাওয়া যাবে।