TRENDING:

NJP to Kolkata New Train: রাতে ট্রেনে চেপে ভোরেই নামুন কলকাতায়, NJP নতুন ট্রেন পাবলিকের চাহিদায়, কোথায় কোথায় থামবে

Last Updated:
NJP to Kolkata New Train: উত্তরবঙ্গ থেকে রাতে ট্রেনে চেপে ভোরে কলকাতা! নতুন ট্রেনের নাম, কোথায়, কোথায় দাঁড়াবে?
advertisement
1/6
উত্তরবঙ্গ থেকে রাতে ট্রেনে চেপে ভোরে কলকাতা! নতুন ট্রেনের নাম, কোথায় দাঁড়াবে জানে নিন
গভীর রাতেও বাড়লো উত্তরের সঙ্গে দক্ষিণের রেল যোগাযোগ, শীঘ্রই যাত্রা শুরু জলপাইগুড়ি - শিয়ালদহ নতুন ট্রেনের।
advertisement
2/6
জলপাইগুড়ি সহ পাশের জেলা কোচবিহারের একটি অংশের সাধারন মানুষের দীর্ঘ্য দিনের দাবী মেটালো দিল্লির রেল ভবন।
advertisement
3/6
সম্প্রতি রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত এক নির্দেশিকায় ( সিসি নম্বর, ৩৩/২০২৫) জানানো হয়েছে জলপাইগুড়ি রোড - শিয়ালদহের মধ্যে ১৯ টি কামরা নিয়ে একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।
advertisement
4/6
ট্রেনটি প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে নৈহাটি ,বহরমপুর,আজিমগঞ্জ, মালদা টাউন , কিসানগঞ্জ, এন জে পি হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে শনিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে , এরপর শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে যাত্রা শুরু করে নিউ জলপাইগুড়ি সহ ১১ টি স্টেশনে স্টপেজ দিয়ে রবিবার সকালে কলকাতার শিয়ালদহ পৌঁছবে।
advertisement
5/6
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ,হলদিবাড়ি,অঞ্চলের সাধারণ মানুষের বিশেষত ব্যাবসায়ী মহলের দীর্ঘ দিনের দাবী ছিলো রাতে জলপাইগুড়ি কলকাতা ট্রেন পরিষেবার,।
advertisement
6/6
রেল দফতরের এই ঘোষণায় সেই আসা পূরণ হতে চলেছে, গভীর রাতে রেল পথে যোগাযোগ ব্যাবস্থা সুগম হলো উত্তরের সঙ্গে দক্ষিন বঙ্গের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
NJP to Kolkata New Train: রাতে ট্রেনে চেপে ভোরেই নামুন কলকাতায়, NJP নতুন ট্রেন পাবলিকের চাহিদায়, কোথায় কোথায় থামবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল