TRENDING:

বর্ষবরণে দিল্লিতে জারি নাইট কারফিউ, বাংলায় কী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

Last Updated:
advertisement
1/4
ববর্ষবরণে দিল্লিতে জারি নাইট কারফিউ, বাংলায় কী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?
করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের তরফেই সমস্ত রাজ্যগুলিকে বর্ষবরণের উৎসবে রাশ টানতে নাইট কারফিউ জারি করার পরামর্শ দিয়েছিল৷ যদিও নাইট কারফিউ জারি করার পথে হাঁটছে না পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্যের যুক্তি, বাংলায় সংক্রমণের হার নিম্নগামী৷ ফলে নাইট কারফিউ জারি করার প্রয়োজনীয়তা এখন নেই বলেই মনে করছে রাজ্য৷
advertisement
2/4
তবে নাইট কারফিউয়ের পথে না হাঁটলেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য৷ সম্ভব হলে, বর্ষবরণের উদযাপন এড়িয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এক জায়গায় বেশি মানুষের ভিড় না করা, মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে৷ বর্ষবরণের উৎসবে বেরিয়ে মাস্ক না পরলে পুলিশের ক্যাম্প থেকে মাস্ক সংগ্রহ করারও পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
3/4
এখনও দেশে করোনার ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়নি৷ এর মধ্যেই আতঙ্ক বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন৷ ইতিমধ্যেই ভারতে কুড়ি জনের শরীরে এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে৷
advertisement
4/4
যদিও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলায় করোনা সংক্রমণের হার নিম্নগামী৷ ফলে, রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপে যে সুফল পাওয়া যাচ্ছে, তা প্রমাণিত৷ এই পরিস্থিতিতে নতুন করে আর নাইট কারফিউয়ের প্রয়োজন নেই বলেই জানিেছেন তিনি৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
বর্ষবরণে দিল্লিতে জারি নাইট কারফিউ, বাংলায় কী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল