TRENDING:

Nandini Hotel: 'কাজের চাপ কার বেশি?' নন্দিনীর হোটেলে পুলিশের সঙ্গে কথা 'কাটাকাটি', হইচই কাণ্ড

Last Updated:
Nandini Hotel: সোশ্যাল মিডিয়াতেও বেশ খ্যাত নন্দিনী। মাঝেমধ্যে তাঁর বিভিন্ন ভিডিও ভাইরালও হয়
advertisement
1/10
'কাজের চাপ কার বেশি?' নন্দিনীর হোটেলে পুলিশের সঙ্গে কথা 'কাটাকাটি', হইচই কাণ্ড
নন্দিনীর হোটেল এখন কমবেশি অনেকেই চেনেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ খ্যাত নন্দিনী। মাঝেমধ্যে তাঁর বিভিন্ন ভিডিও ভাইরালও হয়। (ভাইরাল ছবি)
advertisement
2/10
এর মধ্যে ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এক পুলিশ কর্মীর সঙ্গে প্রায় কথা কাটাকাটি করতে দেখা যাচ্ছে নন্দিনীকে। একজন ইউটিউবার সেই ভিডিওটি আপলোড করেন। পরে তা ভাইরাল হয়ে যায়।(ভাইরাল ছবি)
advertisement
3/10
ভাইরাল ভিডিওতে রান্নার ফাঁকে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় নন্দিনীকে। সেই সময় নন্দিনী তাঁকে বলেন, "কাজের চাপ এখন আগের থেকে অনেক বেশি।"(ভাইরাল ছবি)
advertisement
4/10
সেই সময়ে ওই ব্যক্তির পাশে বসে খাচ্ছিলেন এক পুলিশ অফিসার। তিনি পাল্টা বলেন, 'অন্যদিনের তুলনায় আজ কোনও চাপ নেই।'(ভাইরাল ছবি)
advertisement
5/10
পাল্টা হেসে নন্দিনী জবাব দেন, 'আমি তো আর সরকারি চাকরি করি না।' (ভাইরাল ছবি)
advertisement
6/10
তখন ওই পুলিশ কর্মী বলেন, 'আজকে তুমি ক্যামেরা দেখে বেশি হয়ে গেছো। আজ বেশি চাপ নেই। অন্য সময় চাপ থাকে।' (ভাইরাল ছবি)
advertisement
7/10
জবাবে নন্দিনী বলেন, "আপনার কথাটা আমার বেশ কানে লাগল। আপনার জন্য হয়তো না থাকতে পারে, আমার জন্য আছে। নদীর ওপারে থাকেন, আমি নদীর এপারে থাকি।"(ভাইরাল ছবি)
advertisement
8/10
নন্দিনী আরও বলেন, "নদীর ওপারে থাকলে কথা বলা খুব সোজা। একূলের লোকেদের জানা আছে, একূলে কী আছে। ক্যামেরাতে নাকি ফোকাস হয়ে গেছি।" (ভাইরাল ছবি)
advertisement
9/10
ভাইরাল ভিডিওতে এর পরে দুজনের মধ্যে আর কথোপ কথোন দেখা যায়নি। কিন্তু ভিডিওটি ভাল করে দেখলে বোঝা যাবে যে ওই পুলিশ কর্মীর কথায় বেশ অস্বস্তি বোধ করছিলেন নন্দিনী।(ভাইরাল ছবি)
advertisement
10/10
ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত। নিউজ ১৮ বাংলা এর কোনও সত্যতা যাচাই করে না।(ভাইরাল ছবি)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Nandini Hotel: 'কাজের চাপ কার বেশি?' নন্দিনীর হোটেলে পুলিশের সঙ্গে কথা 'কাটাকাটি', হইচই কাণ্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল