নন্দিনীদির হোটেলে বিরাট ঝামেলা! চেঁচামেচি এক মহিলার, ফুটপাতের উপর গোলমাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nandini Di Hotel: নন্দিনীদির হোটেলের সামনে বিরাট গোলমাল।
advertisement
1/7

তাঁকে ঘিরে বিতর্ক প্রচুর। কেউ বলেন, তিনি অহংকারী। কারও মত, তিনি অকারণে এত প্রচার পান! এমনকী নন্দিনী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়েও রয়েছে রাখঢাক। কেউ বলেন, তাঁর আসল নাম মমতা।
advertisement
2/7
সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয়- স্মার্ট দিদি নন্দিনী। তিনি কিন্তু যাবতীয় বিতর্কের জবাব দেন হাসিমুখে। তাঁর পাইস হোটেলে রোজই ইউ টিউবারদের ভিড় লেগে থাকে।
advertisement
3/7
তিনি ইউ টিউব চ্যানেল চালান, ফুড ভ্লগ করেন, আবার পাইস হোটেল চালান। তবে এবার তিবি সিনেমাতেও অভিনয় করতে চলেছেন। তিন সত্যি নামের সেই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন স্বনামধন্যা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।
advertisement
4/7
সেই নন্দিনীদির হোটেলের ঝামেলা টুকটাক ভিডিও প্রায়ই ইউ টিউবারদের দৌলতে ভাইরাল হয়। আরও একবার নন্দিনীদির হোটেলের ঝামেলা ভিডিও ভাইরাল।
advertisement
5/7
ডালহৌসি এলাকায় নন্দিনীদির পাইস হোটেল। সেখানে ইউ টিউবারদের ভিড় দেখে পথচারী এক মহিলা চিৎকার জুড়ে দেন। ক্যামেরা হাতে ভিডিয়ো বানানো ব্লগারদের তিনি একহাত নিলেন।
advertisement
6/7
সেই মহিলা চিৎকার করে বলতে থাকেন, কেন আপনারা অন্য দোকান কভার করেন না? এখানে একটা মেয়ে দোকান সামলাচ্ছে। তাই এখানে সবার ভিড়। বাকিরা কি রান্না করতে পারে না! তাদের খাবার কি ভাল না!
advertisement
7/7
সেই মহিলা আরও বলতে থাকেন, একজন মহিলা এখানে জিন্স পরে দোকান সামলান। তাই সেটা দেখানোর এত ভিড়! আপনাদের লজ্জা হওয়া উচিৎ। দেখালে অন্যদেরও দেখান। আপনাদের পছন্দ যা সেটাই শুধু দেখাবেন!