আয়লার স্মৃতি উস্কে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় বুলবুল, নবান্নে চালু হল টোল ফ্রি নম্বর
Last Updated:
‘বুলবুল’-এর আশঙ্কায় সতর্ক নবান্ন ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম ৷ কন্ট্রোলরুমের টোল ফ্রি নম্বর ১০৭০, কন্ট্রোলরুমের নম্বর ০৩৩-২২১৪৩৫২৬ ৷
advertisement
1/4

আয়লার স্মৃতি উস্কে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় বুলবুল। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে অতি ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত বুলবুল শনিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মাঝে আছড়ে পড়বে। ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি।
advertisement
2/4
‘বুলবুল’-এর আশঙ্কায় সতর্ক নবান্ন ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম ৷ কন্ট্রোলরুমের টোল ফ্রি নম্বর ১০৭০, কন্ট্রোলরুমের নম্বর ০৩৩-২২১৪৩৫২৬ ৷
advertisement
3/4
শুক্রবার রাত পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানের পর শনিবার সকালে গতিমুখ বদলে উত্তর, উত্তর-পূর্বে সরবে বুলবুল। মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবনে আছড়ে পড়বে বুলবুল। ভূমি ছোঁয়ার সময় বুলবুলের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১৩৫ কিলোমিটার।
advertisement
4/4
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শনি ও রবিবার উপকূলবর্তী এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস।