TRENDING:

Nabanna: ১ লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি, ৭ জেলার বন‍্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন

Last Updated:
Nabanna: আজ, মঙ্গলবার সকালে ডিভিসি ১,০০,০০০ কিউসেক জল ছাড়ে। ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সাত জেলাকে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিবের।
advertisement
1/6
১ লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি, ৭ জেলার বন‍্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন
নিম্নচাপের জেরে বিগত বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আজও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি-বজ্রপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই।
advertisement
2/6
আইএমডি-এর খবর অনুসারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল জেলাগুলিতে ৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
সোমবার, নবান্নের পক্ষ থেকে ৭ জেলা প্রশাসনের জন্য বন‍্যা সতর্কতা জারি করে হয়েছে। গতকাল, ছুটির দিনে জেলা প্রশাসকদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি।
advertisement
4/6
আজ, মঙ্গলবার সকালে ডিভিসি ১,০০,০০০ কিউসেক জল ছাড়ে। ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সাত জেলাকে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিবের।
advertisement
5/6
সাত জেলার জেলাশাসককে মুখ্য সচিব নির্দেশ দেন, ‘আপনারা এলাকা এলাকা পরিদর্শন করুন। যেখানে যেখানে জল জমছে বা বন্যার মত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই এলাকাগুলি পরিদর্শন করুন। প্রয়োজনে এসপি সহ জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে যান। যে এলাকা গুলি তে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসুন। এলাকায় এলাকায় পরিদর্শন করুন।’
advertisement
6/6
মঙ্গলবার সকালে ডিভিসি পক্ষ থেকে জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার একাধিক অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি হুগলি জেলার নিয়ে বেশি চিন্তিত নবান্ন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Nabanna: ১ লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি, ৭ জেলার বন‍্যার পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল