TRENDING:

Nabanna Abhijan Update: কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ, জায়গায় জায়গায় নাকাবন্দি, প্রস্তুত জলকামান! নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তার চক্রব্যূহ, দেখুন ছবি

Last Updated:
Nabanna Abhijan Update: নবান্ন ও সংলগ্ন বিভিন্ন এলাকা জুড়ে টান টান নিরাপত্তা বলয়। ফোরশোর রোড মল্লিক ফটক সব জায়গায় মঙ্গলবার নাকাবন্দি। জলকামান এনে রাখা হয়েছে। পুলিশ মোতায়েন সর্বত্র। কোনও রকম নাশকতামূলক কাজ এড়াতে কোনও কসুর ছাড়তে নারাজ রাজ্য প্রশাসন।
advertisement
1/12
কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ, প্রস্তুত জলকামান! নবান্নে নিরাপত্তার চক্রব্যূহ
অ্যাসাইনমেন্ট হাওড়া তুঙ্গে। নবান্ন ও সংলগ্ন বিভিন্ন এলাকা জুড়ে টান টান নিরাপত্তা বলয়। ফোরশোর রোড মল্লিক ফটক সব জায়গায় মঙ্গলবার নাকাবন্দি। জলকামান এনে রাখা হয়েছে। পুলিশ মোতায়েন সর্বত্র। কোনও রকম নাশকতামূলক কাজ এড়াতে কোনও কসুর ছাড়তে নারাজ রাজ্য প্রশাসন।
advertisement
2/12
পুলিশে পুলিশে ছয়লাপ নবান্ন এলাকা। র‍্যাফ, কমব্যাট ফোর্স গোটা চত্বর নবান্ন ঢুকতে দেখাতে হবে আই কার্ড। টান টান নিরাপত্তা শহর জুড়ে। কলকাতা-হাওড়া চত্বরে পুলিশি ব্যবস্থায় তুমুল তৎপরতা।
advertisement
3/12
বিশেষত নবান্ন ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথেই পুলিশ দেখছে সচিত্র পরিচয় পত্র। নবান্ন ঢুকতে গেলে মঙ্গলবার দেখাতে হচ্ছে আই কার্ড। নবান্নের সামনে ও নবান্ন সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা বলয়। মোতায়েন রয়েছে র‍্যাফ ও কমব্যাট ফোর্স।
advertisement
4/12
প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের আহ্বানে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ।
advertisement
5/12
নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। নবান্ন ও আশেপাশে ১৬৩ ধারা জারি রয়েছে। নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না।
advertisement
6/12
বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে মঙ্গলবার সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
7/12
নাকা চেকিং পয়েন্ট থাকছে আন্দুল রোডের লক্ষ্মী নারায়ণ তলা মোড়, কাজীপাড়া, কোনা রোডের সাঁতরাগাছি ও নিবড়াতে।
advertisement
8/12
জায়গায় জায়গায় ব্যারিকেডের মোট তিনটি স্তর। কিউ আর টি,৩ আইপিএস, ৫ ডিএসপি ও একাধিক আইসি, ওসির নেতৃত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী। দুইয়ের বেশি জল কামান রাখা থাকবে।
advertisement
9/12
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড করা হবে। পুলিশ, র‍্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জলকামানও।
advertisement
10/12
এর মধ্যে রয়েছে - দ্বিতীয় হুগলি সেতু এবং র‍্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, রিমাউন্ট রোড।
advertisement
11/12
পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
advertisement
12/12
মঙ্গলবার UGC-র NET পরীক্ষা রয়েছে। এই প্রেক্ষাপটে 'ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Nabanna Abhijan Update: কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ, জায়গায় জায়গায় নাকাবন্দি, প্রস্তুত জলকামান! নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তার চক্রব্যূহ, দেখুন ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল