TRENDING:

Monsoons 2022: আজ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা, কলকাতা কি ভাসবে বৃষ্টিতে? যা জানাল আবহাওয়া দফতর

Last Updated:
কলকাতায় কেমন বৃষ্টি হবে? জানাল আবহাওয়া দফতর
advertisement
1/9
আজ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা, কলকাতা কি ভাসবে বৃষ্টিতে? যা জানাল আবহাওয়া দফতর
অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! শনিবার, মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়ে। মৌসুমী অক্ষরেখা ভাবনগর দুর্গ কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া বর্ধমানের ওপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ, ঝাড়খন্ড এবং বিহার-সহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। Story: Biswajit Saha
advertisement
2/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
3/9
আগামিকাল মুর্শিদাবাদ, বীরভূম নদিয়ার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
4/9
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-এ। আগামিকাল বৃষ্টি বাড়তে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামিকাল অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
advertisement
5/9
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। নদীর জল স্তর বেড়েছে এবং আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
advertisement
6/9
গত ২৪ ঘন্টায় বক্সায় বৃষ্টি হয়েছে ৩৫০ মিলিমিটার, হাসিমারায় ২৩০ মিলিমিটার, বাগডোগরায় ১২০ মিলিমিটার, পুন্ডিবাড়িতে ১১০ মিলিমিটার, আলিপুরদুয়ারে ১০০ মিলিমিটার, কুমারগ্রামে ৯০ মিলিমিটার, দোমোহনিতে ৯০ মিলিমিটার, মাথাভাঙ্গায় ৭০ মিলিমিটার, জলপাইগুড়িতে ৭০ মিলিমিটার, বারোভিসায় ৬০ মিলিমিটার, গাজলডোবায় ৬০ মিলিমিটার।
advertisement
7/9
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, '' এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দু-এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।''
advertisement
8/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান এবং হরিয়ানাতে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আরও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এই অক্ষরেখাটি বিহার-উত্তরবঙ্গ-সিকিম এবং অসম- মেঘালয়-এর উপর দিয়ে গিয়েছে।
advertisement
9/9
বিহার থেকে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে ওড়িশা পর্যন্ত। আগামী দু-তিন দিন অসম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে ছত্রিশগড় বিতর্ক এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Monsoons 2022: আজ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা, কলকাতা কি ভাসবে বৃষ্টিতে? যা জানাল আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল