Monsoon Rain Predictions: আর কতদিন থাকবে গরমের দাপট? কবে শুরু বর্ষার বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কবে দূর হবে গরম? কবে শুরু হবে স্বস্তির বৃষ্টি? জানাল আলিপুর আবহাওয়া দফতর
advertisement
1/6

গরমের দাপটে মানুষের নাজেহাল অবস্থা, দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত! মাঝেমাঝে বিক্ষিপ্তভাবে ২-৪ ফোঁটা বৃষ্টি পড়লেও, গরম কমার কোনও নাম নেই! উলটে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি! কতদিন চলবে এইরকম পরিস্থিতি? দক্ষিণবঙ্গে কমে ঢুকবে মৌসুমী বায়ু? মানুষকে হতাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানাল, আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কোনও লক্ষণ নেই।
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে।
advertisement
3/6
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অস্বস্তি চরমে উঠবে।
advertisement
4/6
দুপুর যত এগোচ্ছে সূর্যের তাপ ক্রমশ অসহ্য হয়ে উঠছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার ফিল লাইক ৪০ থেকে ৪২ ডিগ্রিতে ঘোরাফেরা করছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তাতে কোনও লাভ হবে না। গরম কমবে না, উলটে আপেক্ষিক আর্দ্রতা এখনও জারি রয়েছে৷
advertisement
5/6
সোমবার সন্ধ্যার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
advertisement
6/6
অন্যদিকে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে।