West Bengal Monsoon 2022|| দক্ষিণে বর্ষা প্রবেশেই আমূল আবহাওয়া বদল, আজ ফের কাঁপিয়ে ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, রইল Update...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Heavy to very heavy rain forecast for West Bengal: আজ শনিবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
1/9

*আষাঢ়ের দ্বিতীয় দিনেই বঙ্গ জুড়ে বর্ষা। সময়ের আগেই উত্তরে এলেও দক্ষিণবঙ্গ বঞ্চিত ছিল। অবশেষে অপেক্ষার অবসান। এ বারে রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। চরম দাবদাহ থেকে মুক্তি মিলবে। প্রতীকী ছবি।
advertisement
2/9
*আজ শনিবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
advertisement
3/9
*উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আরও ২৪ ঘন্টা। তার পরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী-অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। প্রতীকী ছবি।
advertisement
4/9
*আজ কলকাতার আকাশ মেঘলা। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার কম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমবে। প্রতীকী ছবি।
advertisement
5/9
*আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার। প্রতীকী ছবি।
advertisement
6/9
*দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ১৭ জুন মৌসুমী বায়ু প্রবেশ করে দক্ষিণবঙ্গে। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে হাজির হয়েছিল বর্ষা। আর দক্ষিণবঙ্গে আসতেই সময় নিল ১৪ দিন। প্রতীকী ছবি।
advertisement
7/9
*তবে রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে অতি সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু। তাই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার কম থাকবে। প্রতীকী ছবি।
advertisement
8/9
*আগামী দু-তিন দিন আসাম মেঘালয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
advertisement
9/9
*সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে ছত্রিশগড় এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।