Mocha Effect in Weather: আজ গা জ্বালানো গরম কেন জানেন? দায়ী নাকি মোকা! তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Mocha Effect in Weather: একদিকে যখন ঘূর্ণিঝড় মোকা নিয়ে বিস্তর আলোচনা চলছে সেই সময় দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস।
advertisement
1/6

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কোন পথে আছড়ে পড়বে মোকা? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হবে নিম্নচাপ এবং পরবর্তীতে তা গভীর নিম্নচাপের রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং অবস্থান করবে মধ্য বঙ্গোপসাগরে।
advertisement
2/6
মঙ্গল থেকে থেকে বুধবারের মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় কোন পথে অগ্রসর হবে, তা অনেকটাই স্পষ্ট হতে পারে রবিবার। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন।
advertisement
3/6
একদিকে যখন ঘূর্ণিঝড় মোকা নিয়ে বিস্তর আলোচনা চলছে সেই সময় দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস। বৃষ্টিপাতের জেরে কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন করে সেখানে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
advertisement
4/6
তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে প্রায় ৩৯ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
advertisement
5/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। মোকার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।
advertisement
6/6
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হবে। ক্রমশ বাড়বে এর তীব্রতা। বুধ, বৃহস্পতিবারে সেখানে প্রবল বৃষ্টি এবং ১০০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।