এবার কি মিঠুন চক্রবর্তীকে ডাকবে সিবিআই? বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের! সামনে চলে এল আসল 'সত্যি'! কী অভিযোগ জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mithun Chakraborty: তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই নথি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, “যেখানে রোজভ্যালি কাণ্ডে এতজন গ্রেফতার হয়েছেন, তদন্ত চলছে, সেখানে মিঠুন চক্রবর্তী কেন রেহাই পাচ্ছেন?”
advertisement
1/6

ফের আলোচনায় রোজভ্যালি দুর্নীতি কাণ্ড। সেই ঘটনা ঘিরে আবারও বিতর্কের কেন্দ্রে চলে এলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রোজভ্যালির সঙ্গে তাঁর আর্থিক চুক্তির তথাকথিত নথি সামনে আসার পর ফের একবার তাঁকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
2/6
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই নথি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, “যেখানে রোজভ্যালি কাণ্ডে এতজন গ্রেফতার হয়েছেন, তদন্ত চলছে, সেখানে মিঠুন চক্রবর্তী কেন রেহাই পাচ্ছেন?”
advertisement
3/6
কুণাল ঘোষ লেখেন, ''মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গ, কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ, FIR করেছেন মিঠুনের একদা সচিবের (রাজ্যসভার সেক্রেটারিয়েটের ফর্মটিতে পরিচয়) স্ত্রী। মিঠুনদা ও তাঁর সব কাজের সহায়ক, ব্যবসায়িক সম্পর্কের এক আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে।''
advertisement
4/6
কুণাল লেখেন, ''পুলিশ কী করছে? কিছু কেলেঙ্কারির তদন্ত ঠেকাতে জলঢোঁড়া বিজেপিতে গেল। আবার এখানেও সেলিব্রিটি বলে ছাড়? এই ছেলেটি জীবনের দীর্ঘ সময় মিঠুনদাকে দিয়েছে। ওকে দিয়ে নানা কাজ করানো হয়েছে। আজ ও নিজে টাকা পায়। জলঢোঁড়াবাহিনী ওকে ঘোরাচ্ছে, হয়রান করছে। চিৎপুর থানা কেন মিঠুন আর বিমানের বিরুদ্ধে কার্যকরী তদন্ত করবে না?''
advertisement
5/6
রবিবার সাংবাদিক বৈঠকেও কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, “এই নথি থেকে স্পষ্ট, রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ২ কোটি টাকার চুক্তি হয়েছিল। রোজভ্যালির অনুষ্ঠান এবং প্রমোশনাল কাজে তিনি যুক্ত ছিলেন। তাহলে কেন সিবিআই তাঁকে ডাকছে না? উনি কি বিশেষ সুবিধাপ্রাপ্ত? বিজেপিতে যোগ দিলে কি সব অপরাধ ধুয়ে যায়?”
advertisement
6/6
কুণাল ঘোষের এই অভিযোগের পর ফের তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও মিঠুন চক্রবর্তীর তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই অভিযোগের প্রভাব পড়তে পারে তাঁর ভাবমূর্তিতে।