TRENDING:

সারারাত নয়, পুজোয় এবার কম মেট্রো! কতক্ষণ মিলবে পরিষেবা?

Last Updated:
নিউ নরমালে মেট্রো চলাচলের বাকি নিয়ম থাকছে একই। ই-পাস নিয়েই স্টেশনে প্রবেশ করতে হবে।
advertisement
1/5
সারারাত নয়, পুজোয় এবার কম মেট্রো! কতক্ষণ মিলবে পরিষেবা?
করোনা আবহে এবার পুজোয় মেট্রো পরিষেবার সময়সূচি বদলাচ্ছে৷ অন্যান্য বছর পুজোর চার দিন ভিড় সামাল দিতে সারারাত মেট্রো চলে৷ কিন্তু এবারে তা হচ্ছে না৷ তথ্য- আবির ঘোষাল, Photo-File
advertisement
2/5
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী থেকে দশমী পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো চলবে৷ এবার আর সেই পরিস্থিতি নেই। নিউ নরমালে তাই মেট্রো চলবে কম। তথ্য- আবির ঘোষাল, Photo-File
advertisement
3/5
মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে পুজোর চারদিন মোট ৬৮টি মেট্রো চালানো হবে। আপ ও ডাউনে চলবে ৩৪টি করে মেট্রো। ২০ মিনিট সময়ের ব্যবধানেই মিলবে পরিষেবা। তথ্য- আবির ঘোষাল, Photo-File
advertisement
4/5
নিউ নরমালে মেট্রো চলাচলের বাকি নিয়ম থাকছে একই। ই-পাস নিয়েই স্টেশনে প্রবেশ করতে হবে। স্মার্ট কার্ড যাদের আছে তারাই ট্রেনে সফর করতে পারবেন। বয়স্ক নাগরিক বা সিনিয়র সিটিজেনদের কোনও ই-পাস লাগবে না। তথ্য- আবির ঘোষাল, Photo-File
advertisement
5/5
কোভিড প্রটোকল বা গাইডলাইন মেনেই চলতে হবে। এখন মেট্রোয় দৈনিক যাত্রী সংখ্যা প্রায় ৮৫ হাজার ছুঁয়েছে। যেহেতু এবার মণ্ডপে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ তাই মেট্রোর সংখ্যা ও সময় বদল করা হল বলে সূত্রের খবর। তথ্য- আবির ঘোষাল, Photo-File
বাংলা খবর/ছবি/কলকাতা/
সারারাত নয়, পুজোয় এবার কম মেট্রো! কতক্ষণ মিলবে পরিষেবা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল