Metro Doors Forcefully Opened By Passengers: যাত্রীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের, জোর করে মেট্রোর দরজা আটকে রাখছেন, ভিডিওতে প্রমাণ দিল
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Metro Doors Forcefully Opened By Passengers: জোর করে আটকে রাখা হচ্ছে মেট্রোর দরজা, হুঁশিয়ারি দিল মেট্রো কর্তৃপক্ষ, জানাল এর জন্যেই সঠিক সময়সুচি মেনে চলতে পারছে না মেট্রো
advertisement
1/5

কলকাতা: গত কয়েকদিন ধরে, মেট্রো চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে দরজা বন্ধ করায় সমস্যা। যাত্রীদের তরফে অভিযোগ করা হয় এই বিষয়ে। এর প্রেক্ষিতে এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করল মেট্রো রেল। এক মহিলা যাত্রী কিভাবে দরজা আটকে রাখছে। দেখা গেছে যে, গত ১৩.১২.২০২৫ তারিখে ইয়েলো লাইনে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপারাগামী একটি মেট্রো রেকের (MR-514) ৫০৫৪ নম্বর কোচের ২ নম্বর দরজাটি একজন মহিলা যাত্রী ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিলেন, যাতে তার সঙ্গী দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি ধরতে পারে। এই ধরনের কাজের ফলে ট্রেন পরিষেবাটি জোরপূর্বক বিলম্বিত হয় এবং অন্যান্য যাত্রীদেরও অসুবিধা হয়।
advertisement
2/5
ওই রেকের মোটরম্যানকে তার আসন থেকে উঠে এসে দরজাটি ম্যানুয়ালি লক করতে হয়, যার পরেই ট্রেনটি আবার যাত্রা শুরু করতে পারে। এই ধরনের ঘটনা কর্মীদের জন্যও দুর্ভোগের কারণ হচ্ছে।
advertisement
3/5
অপরাধীকে শনাক্ত করতে এবং নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাকপ্যাক দিয়ে, শারীরিক শক্তি প্রয়োগ করে, দরজার উপর ভর দিয়ে তার কার্যকারিতা ব্যাহত করা ইত্যাদি যেকোনও উপায়ে দরজা আটকে রাখলে তার জন্য জরিমানাও করা হবে।
advertisement
4/5
মেট্রো রেলওয়ে সকল যাত্রীদের সাহায্য ও সহযোগিতায় দ্রুত এবং ঝামেলামুক্ত পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতা মেট্রো রেল শহরের গর্ব। মেট্রো কর্তৃপক্ষ সকলকে মেট্রো চত্বরে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। রেক এবং স্টেশনগুলিতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার সাহায্যে এই ধরনের কার্যকলাপ সহজেই রেকর্ড করা যায় এবং অপরাধীদের শনাক্ত করা যায়। এই ধরনের কার্যকলাপে জড়িত কোনো ব্যক্তিকে পাওয়া গেলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
5/5
মেট্রো রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন,সকলের সুরক্ষার জন্য সমস্ত মেট্রো ব্যবহারকারীদের মেট্রো কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে এবং মেট্রো চত্বরে এই ধরনের অপকর্মে লিপ্ত হলে সহযাত্রীদের বাধা দিতে অনুরোধ করা হচ্ছে। Input- Abir Ghosal