TRENDING:

দেড় বছর আগে সব শুরু, শোভন-কথা একনজরে

Last Updated:
advertisement
1/8
দেড় বছর আগে সব শুরু, শোভন-কথা একনজরে
‘ওর শুভবুদ্ধির উদয় হোক, ওর এটা জীবন নয়, মরণ !’ বন্ধুত্বের টানে মন্ত্রীত্ব খোয়ানোর পর হতাশার সুর শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুরের গলায় ৷ দেড় বছর ধরে টানাপোড়েন । বান্ধবীর সঙ্গে সম্পর্ক যত কাছের হয়েছে, ততই দূরে সরে গিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের দল । ক্ষোভ চরমে পৌঁছছে দলনেত্রীরও । মন্ত্রিত্ব থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিল ।
advertisement
2/8
তখনও শ্বশুর-জামাই সম্পর্কের বাঁধন এতটা তিক্ত হয়নি । জার্মানি যাওয়া নিয়ে সমস্যায় শোভন-রত্নার মেয়ে রুহি । সেই সময়েই আক্ষেপ ফুটে বেরিয়েছিল দুলাল দাসের কথায় । কিন্তু, শোভনের ফেরা হল কি ? একটু একটু করে পায়ের তলার জমি হারাতে হারাতে শেষপর্যন্ত মাটিতে আছড়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায় । ভাঙনের সূত্রপাত বছর দেড়েক আগে ।
advertisement
3/8
নারদকাণ্ডে নাম জড়ানোয় ২০১৭ সালে শোভন চট্টোপাধ্যায়কে তলব করে ইডি ৷ মেয়রের ব্যাঙ্কের হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে জানতে রত্নাকেও তলব করে ইডি ৷ এরপরেই, লন্ডনে চিকিৎসা করাতে যান রত্না ৷ এই সময়েই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান শোভন চট্টোপাধ্যায় ৷
advertisement
4/8
শুরু হয় টালমাটাল । গত বছর নভেম্বর মাসে দেশে ফিরে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রত্না । রত্নার অনুপস্থিতিতে ততদিনে বেহালার পর্ণশ্রীর বাড়ি ছেড়ে গোলপার্কের বাড়িতে উঠেছেন শোভন চট্টোপাধ্যায় । এরপরেই কার্যত প্রকাশ্যে আসে শোভন-রত্নার বিবাদের কথা । সামনে আসে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও । আলিপুর আদালতে শুরু হয় বিবাহবিচ্ছেদের মামলা । একদিকে ইডির তলব, অন্যদিকে, নতুন সম্পর্ক ও স্ত্রীর সঙ্গে টানাপোড়েন । তখনও পরিবেশ, দমকল, আবাসন দফতর শোভনের হাতে। তখনও মেয়র পদে রয়েছেন তিনি। আছেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির দায়িত্বও ।
advertisement
5/8
তবে, এই সমস্ত কিছুর মাঝে সম্পর্কের উত্থানপতনের চাপ পড়ছিল শোভন চট্টোপাধ্যায়ের কাজেও ৷ কর্তব্যে অবহেলার খবর ছিল দল ও মুখ্যমন্ত্রীর কাছেও ৷ তাঁর জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা ছেঁটে বার্তা দেওয়া হয় ৷ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতির পদ থেকে ছেঁটেও ফেলা হয় ৷ শোভনের হাত থেকে কেড়ে নেওয়া হয় পরিবেশ দফতরও ৷
advertisement
6/8
কিন্তু, সেসবেও হুঁশ ফেরেনি। বরং, ডোন্ট কেয়ার মনোভাবই দেখিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । তাঁকে ও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তখন রেস্তোরাঁ, হোটেল, শপিং মল থেকে আদালত, সর্বত্রই দেখা যাচ্ছিল । সম্পর্ক নিয়ে তখন আর রাখঢাকও করছিলেন না তিনি । সর্বসমক্ষেই স্বীকার করে নিয়েছিলেন দু’জনের সম্পর্কের গভীরতার কথা । তারপর থেকে আইন আদালতের জল যত গড়িয়েছে ততই তিক্ত হয়েছে শোভন-রত্নার সম্পর্ক । শোভনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও জোরালভাবে উঠতে শুরু করে ।
advertisement
7/8
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী শোভন । শোভনের বদলে কানন নামেই তাঁকে ডাকা পছন্দ করতেন তৃণমূল নেত্রী । জেলাসফরে যাওয়ার সময় কাননের হাত থেকে চকোলেট খাওয়া তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের অভ্যাস । কিন্তু, আচমকাই সেখানে অশনি সংকেত । শোভনের আচরণে ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
advertisement
8/8
পরিবেশমন্ত্রী থাকাকালীন বৈশাখীকে পরিবেশ দফতরে পদ পাইয়ে দেন শোভন ৷ অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপাতেও ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি ৷ শোভন চট্টোপাধ্যায়কে ডি লিট দেওয়া নিয়েও বিতর্ক দানা বাঁধে ৷ মন্ত্রিত্ব ও মেয়র পদে গাফিলতি নিয়েও ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শেষ পর্যন্ত মন্ত্রিত্বে দাঁড়ি পড়ল । মেয়র পদে খোয়ানোও সময়ের অপেক্ষা ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
দেড় বছর আগে সব শুরু, শোভন-কথা একনজরে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল