বৃষ্টি উপেক্ষা করে ঈদের বাজার জমজমাট
Last Updated:
বৃষ্টি উপেক্ষা করে শেষবেলায় জমজমাট ঈদের বাজার। চিৎপুর, রাজাবাজার, মেটিয়াবুরুজ সর্বত্র সকাল থেকেই মানুষের ঢল।
advertisement
1/4

বৃষ্টি উপেক্ষা করে শেষবেলায় জমজমাট ঈদের বাজার। চিৎপুর, রাজাবাজার, মেটিয়াবুরুজ সর্বত্র সকাল থেকেই মানুষের ঢল। খুশির ইদের প্রাক মুহূর্তের বাজারে কেনাকাটায় ব্যস্ত অসংখ্য মানুষ। উৎসবের মার্কেটিংয়ের ভিড়ে শহর জুড়ে যান নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশও।
advertisement
2/4
আর একদিন বাদেই ঈদ। তার আগে মানুষের ঢল নেমেছে শহরের বাজারগুলিতে। গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টি বিক্রেতাদের কপালে ভাঁজ ফেললেও, বৃষ্টির পরোয়া না করেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত উৎসব মুখর মানুষ।
advertisement
3/4
জামাকাপড় তো আছেই তার সঙ্গে বিক্রি বেড়েছে টুপি ও জুতোর। তবে লাচ্ছা এবং সিমুইয়ের বিক্রি সব কিছুকে মাত দিয়ে দিয়েছে । অবস্থা এমন যে যোগান দিতে দিতে হিমসিম খাচ্ছেন বিক্রেতারা।
advertisement
4/4
রাজাবাজার থেকে গড়িয়া্হাট, মেটিয়াবুরুজ থেকে নিউ মার্কেট। উত্তরের চিৎপুর থেকে দক্ষিণের গড়িয়া। খুশির ঈদের প্রাক মুহুর্তে মেঘ বৃষ্টিকে ডোন্ট কেয়ার করে, কেনাকাটায় ব্যস্ত উৎসবমুখর মানুষ।