বর্ষা আসতেই শহরে সকাল থেকে ব্যাপক বৃষ্টি, দেখে নিন কোথায় কত বৃষ্টি হল
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

• আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী উত্তরবঙ্গে কিছুটা দেরিতে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিক সময়েই পৌঁছে গিয়েছে।
advertisement
2/5
• ১১ জুন বর্ষা ঢোকার কথা দক্ষিণবঙ্গে । সেখানে বর্ষা এসেছে ১২ জুন । সেই মত আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দফায় দফায় বৃষ্টি ।
advertisement
3/5
• সকাল ১১ টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ , কোথায় কত দেখে নিন ।
advertisement
4/5
• মানিকতলায় ১৪ মিমি, বেলগাছিয়ায় ১০ মিমি, ধাপায় ১১ মিমি, তপসিয়ায় ২২ মিমি বৃষ্টি হয়েছে ।
advertisement
5/5
• উল্টোডাঙ্গায় বৃষ্টি হয়েছে ১০ মিমি, পামারবাজারে ২৩ মিমি, ঠনঠনিয়ায় ১২ মিমি, বালিগঞ্জে ২৮ মিমি, মোমিনপুরে ২৬ মিমি, চেতলায় ২৪ মিমি, যোধপুর পার্কে ২৯ মিমি ও কালীঘাটে বৃষ্টি হয়েছে ২৬ মিমি ।