TRENDING:

Mamata Banerjee | Protest | Song: বিক্ষোভ মঞ্চে অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্য়ায়, গলা মেলালেন নজরুল গীতি থেকে শুরু করে পুরনো বাংলা গানে

Last Updated:
আজ জেলায় জেলায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রচারে নামবে তৃণমূল কংগ্রেস। তাছাড়া, পথশ্রী প্রকল্প নিয়েও প্রচার করার কথা শাসকদলের। সেই প্রচারের মূল ধ্বনি হবে, 'কেন্দ্রের টাকায় নয়, রাজ্যের টাকায় রাস্তা'। কেন্দ্র বঞ্চনা করলেও, যে উন্নয়নের কাজ আটকাবে না, রাজ্যজুড়ে এদিন সেই প্রচারই করবে শাসকদল।
advertisement
1/6
বিক্ষোভ মঞ্চে অন্য মেজাজে মমতা! একের পর এক গানে গলা মেলালেন শশী-চন্দ্রিমার সঙ্গে
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্মতলায় অম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা। আজ, বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিন। এদিন সকাল ৯'টা থেকেই ধর্না মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দোলা দেন, শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। মঞ্চে "বাংলার মাটিতে" গান গেয়ে শুরু হয় ধর্না। এদিন সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি৷
advertisement
2/6
এদিনের বিক্ষোভ মঞ্চে অন্য মেজাজে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এদিন একাধিক গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায় তৃণমূলনেত্রীকে।
advertisement
3/6
নজরুল গীতি থেকে শুরু করে পুরনো বাংলা সিনেমার গান। সবের সঙ্গেই গলা মেলান মুখ্যমন্ত্রী।
advertisement
4/6
'উই শ্যাল ওভার কাম' থেকে 'মউ বনে আজ মউ জমেছে' গানে গলা মেলান মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
5/6
এদিনের মঞ্চে তৃণমূলে যোগদান করেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্য়ায়।
advertisement
6/6
আজ জেলায় জেলায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রচারে নামবে তৃণমূল কংগ্রেস। তাছাড়া, পথশ্রী প্রকল্প নিয়েও প্রচার করার কথা শাসকদলের। সেই প্রচারের মূল ধ্বনি হবে, 'কেন্দ্রের টাকায় নয়, রাজ্যের টাকায় রাস্তা'। কেন্দ্র বঞ্চনা করলেও, যে উন্নয়নের কাজ আটকাবে না, রাজ্যজুড়ে এদিন সেই প্রচারই করবে শাসকদল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mamata Banerjee | Protest | Song: বিক্ষোভ মঞ্চে অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্য়ায়, গলা মেলালেন নজরুল গীতি থেকে শুরু করে পুরনো বাংলা গানে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল