Mamata in Madrid: পায়ে হাওয়াই চটি, পরনে নীল পাড় সাদা শাড়ি! মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াকে মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্পসচিব বন্দনা যাদব মুখ্যমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে গিয়েছেন। গিয়েছেন মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যালও। রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে রয়েছেন একঝাঁক শিল্পপতি।
advertisement
1/6

মাদ্রিদের রাস্তায় মমতা৷ বৃহস্পতিবার দুপুর গড়াতে না গড়াতেই সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভিডিও৷ সেখানে দেখা গেল, এক জলাশয়ের ধার ধরে হাঁটছেন মমতা৷ পরনে সেই নীলপাড় সাদা শাড়ি, গায়ে জড়ানো ক্রিম রঙের শাল, পায়ে হাওয়াই চটি৷ নিয়ম মেনে মাদ্রিদের রাস্তাতেও মমতা নেমে পড়লেন মর্নিং ওয়াকে৷
advertisement
2/6
মর্নিং ওয়াকের পাশাপাশি, শাড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিংও করতে দেখা যায় তাঁকে৷ এদিন মমতার সঙ্গ দেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও।
advertisement
3/6
শুধু তাই নয়, এদিন মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর সেই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রেও টুংটাং আঙুল ছোঁয়ান৷ সুর তোলেন ‘হাম হোঙ্গে কামিয়াবে’র৷
advertisement
4/6
সন্ধ্যায় লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজ়ের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও থাকার কথা। থাকবেন কলকাতার দুই প্রধানের কর্তা মোহনবাগানের দেবাশিস দত্ত এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ।
advertisement
5/6
বৈঠকে বাংলার ফুটবলের উন্নতিকল্পে ‘লা লিগা’র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
6/6
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্পসচিব বন্দনা যাদব মুখ্যমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে গিয়েছেন। গিয়েছেন মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যালও। রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে রয়েছেন একঝাঁক শিল্পপতি।