সুরকার-গীতিকার মুখ্যমন্ত্রী! পুজোতে এবার প্রকাশ্যে মমতার নতুন 'গানের অ্যালবাম'...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর তরফে হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় একমাস আগে থেকেই উদযাপন শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীও প্রকাশ করেছেন নিজের গানের অ্যালবাম।
advertisement
1/5

শুধু প্রশাসনিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি আঁকা, লেখা, কবিতার মতো নানা বিষয়ে নিজেকে বার বার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা। এবার উৎসবের মরশুমে তাঁর সেই প্রতিভার বিকাশ প্রকাশ্যে এল আরও একবার। এবারের পুজোতে শোনা যাবে তাঁরই লেখা ও সুর করা গানের ডালি।
advertisement
2/5
এবছর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর তরফে হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় একমাস আগে থেকেই উদযাপন শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীও প্রকাশ করেছেন নিজের গানের অ্যালবাম।
advertisement
3/5
“বাংলার গান, উৎসবের গান” নামে অ্যালবামটিতে নিজেই গেয়েছেন তিনি। কথা, সুর ও কণ্ঠদানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চেই সামনে এল এই বিশেষ গানের অ্যালবাম।
advertisement
4/5
দেবীপক্ষের সূচনায় আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জাগো বাংলার শারদীয়া সংখ্যা। তৃণমূল কংগ্রেসের মুখপত্রের শারদীয়া সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ছিল তারকাখচিত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার শিল্পীরা। এদিন তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশিত হয়েছে নজরুল মঞ্চে। এবারের প্রচ্ছদ এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
advertisement
5/5
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানে নাচ পরিবেশন করে রবিবার মঞ্চ মাতালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ও সায়ন্তিকারা। গানে মাতালেন অদিতি মুন্সি ও ইন্দ্রনীল সেনরা। নাচের প্রশংসা মুখ্যমন্ত্রীর। জাগো বাংলা 'উৎসব' সংখ্যা প্রকাশ করে এদিন মমতা বলেন, "এলাকার রেস্তোরাঁ, চায়ের দোকান, ক্লাব, সর্বত্র 'জাগো বাংলা' ছড়িয়ে দিন। সব কাউন্সিলররা কিনে নিন অন্তত ১০'টা করে।