TRENDING:

Mahalaya 2023: মহালয়ার আগে বাজারে আগুন... উৎসবের মরশুমে চাপে মধ্যবিত্ত

Last Updated:
Mahalaya Price Hike: পুজোর আগে বাজার আগুন! সেঞ্চুরি হাঁকাল লঙ্কা বেগুন, করলা, বরবটি! আঁতকে উঠবেন সিমের দাম শুনলে...
advertisement
1/15
মহালয়ার আগে বাজারে আগুন... উৎসবের মরশুমে চাপে মধ্যবিত্ত
মহালয়া আগামিকাল। আর ঠিক এক সপ্তাহ বাকি পুজোর। এদিকে এরইমধ্যে বাজার আগুন। মাছ, মাংস দূরঅস্ত, হাতে ছ্যাঁকা লাগছে শাক সবজি কিনতে গেলেও। কোনও কিছু আর নাগালে নেই মধ্যবিত্তের।
advertisement
2/15
শুক্রবার কলকাতার বাজারগুলিতে গিয়ে দেখা গেল ১০০ পার করে গিয়েছে লঙ্কা থেকে করলা, বেগুন থেকে বরবটি।
advertisement
3/15
শীতের শুরুতে ফুলকপি খাবেন ভেবে থাকলে সে গুঁড়েও বালি। কারণ প্রায় সত্তর ছুঁই ছুঁই এক এক পিস্ ফুলকপি।
advertisement
4/15
উত্তরের মানিকতলা থেকে দক্ষিণের গড়িয়াহাট সব বাজারেই সবজিতে আগুন। বাজারে দেখা যাচ্ছে প্রায় কুড়ি থেকে পঞ্চাশ টাকা বেড়েছে কেজি প্রতি সবজির দাম।
advertisement
5/15
পুজোর আগে কেজিপ্রতি সব্জির বাজার দর।/এক সপ্তাহ আগে কত ছিল? ★উচ্ছে করলা ১০০ টাকা কেজি/ আগে ছিল ৬০ ৭০ টাকা। ★বেগুন ১০০ থেকে ১২০টাকা/ আগে ছিল ৬০ টাকা। ★লঙ্কা ১২০ থেকে ১৫০ টাকা/ আগে ছিল ১০০ থেকে ১২০।
advertisement
6/15
★পটল আশি থেকে একশ টাকা /আগে ছিল ৪০ থেকে ৬০ টাকা। ★ভেন্ডি ৮০ থেকে ১০০ টাকা/ আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা ★ঝিঙে ৮০ থেকে ১০০ টাকা /আগে ছিল ৪০ থেকে পঞ্চাশ টাকা। ★বিনস ২০০ টাকা কেজি
advertisement
7/15
★ ক্যাপসিকাম ১২০ টাকা ★শসা ৬০ থেকে ৮০ টাকা। ★লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা। ★ফুলকপি ৫০ থেকে ৭০ টাকা প্রতি পিস।
advertisement
8/15
★ কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা। ★ সজনে ডাটা  ২০০ থেকে ২৫০ টাকা। ★সিম ২০০ টাকা ★বরবটি আশি থেকে ১০০ টাকা। ★পেঁপে ৩০ টাকা ★কুমড়ো ৪০ টাকা
advertisement
9/15
সকাল সকাল মানিকতলা বাজারে বাজার করতে এসেছিলেন স্বপন মেহেরোত্রা। বলেন, "অবসরপ্রাপ্ত জীবন কাটাচ্ছি! কিন্তু বাজারদর ক্রমশই বেড়ে যাচ্ছে। সাত দিন আগেও যা নিয়েছি, তার প্রায় ডাবল দাম হয়ে যাচ্ছে। পুজোর আগে কি আর করা যাবে এখন কম করে সবজি নিচ্ছি। দেখছেন তো!"
advertisement
10/15
দক্ষিণের গড়িয়াহাট থেকে লেক মার্কেট সর্বত্রই একই ছবি। সবজির বাজারে কার্যত আগুন লেগেছে পুজোর আগে। মহালয়ার আগের দিন একটু ভালোভাবে বাজার করতে এসেছেন গড়িয়াহাটে মনোজ দাস। বললেন, "ভেবেছিলাম একটু বেশি করেই বাজার করে নিয়ে যাব। কিন্তু এসে তো যাতে হাত দিচ্ছি যেন ছ্যাঁকা লাগছে। দেখি অল্প করে নিয়ে যাই পরে যদি আবার কমে যায় দাম।"
advertisement
11/15
মানিকতলা বাজারের বিক্রেতা কার্তিক সাহা জানালেন, "পাইকারি বাজারেও পটল ঝিঙে-সহ সব্জি আসছে কম। সবজির দাম তাই লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। বৃষ্টির পর থেকেই ক্রমশ বাড়ছিল সবজির দাম। গত দুদিন ধরে যেন একদম লাগামছাড়া হয়েছে। সব সবজির দাম কুড়ি থেকে ত্রিশ টাকা, কোন কোন সবজি, ৪০/৫০ টাকা  কেজি প্রতি বেড়ে গেছে।
advertisement
12/15
মটরশুটি ২৫০ থেকে ৩০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। মুলো তাও ৮০ টাকা কিলো। কাঁকরোল আশি থেকে ১০০ টাকা। চাল কুমড়ো ৫০ থেকে ৬০ টাকা কিলো। গাজর ৬০ টাকা কিলো। কাঁচা কলা প্রতি পিস ৭ থেকে ৮ টাকা।
advertisement
13/15
পালং শাক ১০০ টাকা কিলো। লাল শাক ৮০ থেকে ১০০ টাকা কিলো। এঁচোড় ৩০০ টাকা কিলো, টমেটো ৪০ টাকা কিলো। যদিও আলুর বাজারদর প্রায় একই রকম রয়েছে।
advertisement
14/15
জ্যোতি আলু বাজারে কুড়ি থেকে বাইশ টাকা কিলো বিক্রি হচ্ছে। যেখানে চন্দ্রমুখি ২৮ টাকা কিলো  প্রতি। পেঁয়াজ প্রায় ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।
advertisement
15/15
আদা নতুন হলে ২০০ টাকা , আর পুরনো আদা প্রায় ৪০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। রসুনের বাজার দর ২০০ থেকে ২৫০ টাকা কিলো প্রতি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mahalaya 2023: মহালয়ার আগে বাজারে আগুন... উৎসবের মরশুমে চাপে মধ্যবিত্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল