TRENDING:

Madan Mitra: মদন মিত্রকে 'নিষেধ' নেত্রীর, ফোন গেল ফিরহাদের! ব্যাপার কী?

Last Updated:
Madan Mitra: মুখে সবুজ আবিরের ছোঁয়া আর রঙিন ফুলফুল শার্টে 'কালারফুল' মদন মিত্র এদিন ছিলেন আরও কালারফুল।
advertisement
1/7
মদন মিত্রকে 'নিষেধ' নেত্রীর, ফোন গেল ফিরহাদের! ব্যাপার কী?
রবিবার গণনার শুরু থেকেই ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছিল শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানেই উৎসবের মেজাজে সকাল থেকেই দেখা যায় মদন মিত্রকে (Madan Mitra)। নেত্রীর বিপুল ব্যবধানে জয়ের ইঙ্গিত পেতে না পেতেই আবেগ আর আবিরে ভাসছিলেন কামারহাটির বিধায়ক।
advertisement
2/7
উৎসবের মেজাজে পাওয়া যায় মদন মিত্রকে। হাতে মিষ্টির বাক্স, মুখে সৰু আবিরের ছোঁয়া আর রঙিন ফুলফুল শার্টে কালারফুল মদন এদিন ছিলেন আরও কালারফুল। সুর করে করে তিনি বলেন, "মানুষ এখন জিজ্ঞেস করছেন জেট-চপার কোথায় গেল, নরেন্দ্র মোদি (Narendra Modi) জবাব দাও। ইডি, সিবিআই কোথায় গেল, অমিত শাহ (Amit Shah) জবাব দাও। দিল্লির পথে যাচ্ছে কে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর বেঙ্গল, বি ফর ভারত।"
advertisement
3/7
এর আগে এদিন একটি ট্যুইট বার্তায় বিজেপিকে তীব্র কটাক্ষ করে মদন লেখেন "পরজীবীরা কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন না। ৭০ নম্বর ওয়ার্ডের গণনা বলছে জনসমর্থন হারাচ্ছে বিজেপি।"
advertisement
4/7
প্রসঙ্গত, বিজেপি যখন ভবানীপুরের ৭০ আর ৭৪ নম্বর ওয়ার্ড নিয়ে আশায় বুক বাঁধছিল, সেখানে তৃণমূলের চ্যালেঞ্জ ছিল ওই দুই ওয়ার্ডের 'ধারা' বদলে দেওয়া। আর রবিবার, ফলপ্রকাশের দিন দেখা গেল, সাধের ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডেও বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
advertisement
5/7
এদিকে ভবানীপুরের উৎসবের মেজাজের মধ্যেই নেত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমের ফোন আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে। ফোনে তাঁকে বিজয় মিছিল করতে নিষেধ করা হয়। সূত্রের খবর নির্বাচন কমিশনের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জানিয়ে নির্দেশিকা জারি হওয়ার পরেই ফোন যায় মদন মিত্রের কাছে।
advertisement
6/7
উল্লেখ্য, ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনা (Bhabanipur By Poll Results) এগোনোর সঙ্গে সঙ্গেই বিপুল ব্যবধানে যে জিততে চলেছেন মমতা, তা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে কালীঘাট তো বটেই, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকরা আনন্দে পথে পড়েন। শুধু ভবানীপুরই নয়, জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও জেতার পথে তৃণমূল। কিন্তু এই পরিস্থিতিতে বিজয় মিছিলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
advertisement
7/7
নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, ৩ অক্টোবর রাজ্যের উপনির্বাচনের গণনা চলছে। কিন্তু এরপর রাজ্যের কোথাও কোনও বিজয় মিছিল করা যাবে না। করোনা পরিস্থিতির কারণেই এমন নির্দেশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে রাজ্যের কোথাও যাতে গণনা পরবর্তী হিংসার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেও রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Madan Mitra: মদন মিত্রকে 'নিষেধ' নেত্রীর, ফোন গেল ফিরহাদের! ব্যাপার কী?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল