TRENDING:

Madan Mitra Marriage|| মালাবদল- সিঁদুরদান, ফের সাত পাকে বাঁধা পড়লেন মদন মিত্র! দেখুন বিয়ের নানা মুহূর্তের ছবি...

Last Updated:
Madan Mitra Marriage Photos: শনিবার বিকেল চারটের সময় সাদা ফুলে সাজানো গাড়িতে চড়ে নিজের বাড়ি থেকেই বরযাত্রী নিয়ে দ্বিতীয় বিয়ে করতে রওনা দেন মদন মিত্র (Madan Mirta Second Marriage)৷
advertisement
1/5
মালাবদল- সিঁদুরদান, ফের সাত পাকে বাঁধা পড়লেন মদন মিত্র! দেখুন বিয়ের ছবি...
*দ্বিতীয় বিয়ে সারলেন মদন মিত্র। মহা ধুমধাম করে হল বিয়ের অনুষ্ঠান। বুধবার বিকেল চারটের সময় সাদা ফুলে সাজানো গাড়িতে চড়ে নিজের বাড়ি থেকেই বরযাত্রী নিয়ে দ্বিতীয় বিয়ে করতে রওনা দেন মদন মিত্র (Madan Mirta Second Marriage)৷ তথ্য ও ছবি: আবীর ঘোষাল। 
advertisement
2/5
*ভবানীপুরের শাঁখারিপাড়ার বাড়ি থেকে কালীঘাটে পৌঁছে যান। এ দিন বর্ষীয়ান নেতার সঙ্গে ছিলেন তাঁর নাতিও। জমকালো লাল পোশাক পরে রীতিমতো মালা বদল করে, সাত পাকে ঘুরে উলুধ্বনির মধ্যে দিয়ে বিয়ের পর্ব সম্পন্ন হয়। 
advertisement
3/5
*বিয়ের জন্য শুক্রবার রাতেই কেনাকাটা করেন মদন৷ লাল পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রংয়ের ধুতি৷ নববধূর জন্য নিজে বেছে নেন লাল বেনারসি। তারপর শনিবার যথা সময়ে ব্যান্ড পার্টি নিয়ে রীতিমতো শোভাযাত্রা করে ভবানীপুর থেকে কালীঘাটে পৌঁছে বিয়ে সেরে ফেলেন।  
advertisement
4/5
*পুরভোটে প্রার্থী তালিকা থেকে শুরু করে দলের সংগঠন নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে মদন মিত্রের মুখে৷ যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়ায়৷
advertisement
5/5
*এই সমস্ত বিতর্কের মধ্যেও মদন আছেন মদনেই৷ তাই নিজের নিজের দ্বিতীয় বিয়ে নিয়েও রহস্য তৈরি করেন তৃণমূল নেতা৷ আসলে বিয়েটা ছিল একটি প্রোমোশনাল ইভেন্টের অংশ। সেই ইভেন্টেই মদন বিয়ে করলেন তাঁর নিজের স্ত্রীকেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Madan Mitra Marriage|| মালাবদল- সিঁদুরদান, ফের সাত পাকে বাঁধা পড়লেন মদন মিত্র! দেখুন বিয়ের নানা মুহূর্তের ছবি...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল