Madan Mitra: ওহ লাভলি, পরনে কালো পাঠানি, চোখে সানগ্লাস, র্যাম্পে হাঁটছেন মদন মিত্র! সঙ্গে কে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Madan Mitra: বলাই বাহুল্য মদন মিত্রের মতোই তাঁর ফ্যাশন স্টেটমেন্টও সর্বদা থাকে লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে।
advertisement
1/7

বয়স তাঁর যাই হোক না কেন আদ্যোপান্ত চির সবুজ মদন মিত্র। রাজনীতির ময়দানে রং-চঙে মানুষ হিসেবেই সবাই চেনে কামারহাটির বিধায়ককে। শুধু রাজনীতির মঞ্চেই নয় বিনোদন জগতের তারকাদের সঙ্গেও বেজায় সদ্ভাব মদন মিত্রের। আর তাঁর ফ্যাশন স্টেটমেন্ট? বলাই বাহুল্য মদন মিত্রের মতোই সেইসবও সর্বদা থাকে লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। এহেন কামারহাটির তৃণমূল বিধায়ককে এবার দেখা গেল র্যাম্পে হাঁটতে। আর সঙ্গে দেখা গেল একঝাঁক সুবেশা সুন্দরীদের।
advertisement
2/7
ফ্যাশনগুরু মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল বিধায়ককে নিয়ে চর্চা সবমহলেই। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়! সম্প্রতি ভবানীপুরে এক কালীপুজোর মণ্ডপ মাতালেন বলিউড স্টার রাখী সাওয়ান্তের সঙ্গে। রাখীর বাঙালি মেয়ের সাজ দেখে প্রশংসার পাশাপাশি সেদিন ভবানীপুরের মাহাত্য বুঝিয়ে দিয়েছিলেন মদন মিত্র। আর সেই রঙিন মনের মানুষটিই এবার মেকআপ আর্টিস্ট ও টেকনিশিয়ানদের সম্মান জানাতে ব়্যাম্পে হাঁটলেন।
advertisement
3/7
প্রসঙ্গত, বিগত দু’বছরের আর্থিক মন্দার কথা ভেবে নেতাজি ইন্ডোরে মেকআপ আর্টিস্ট ও টেকনিশিয়ানদের সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিনোদন ও ফ্যাশন জগতের নামী-দামি বহু তারকাকে তো আমরা অহরহ দেখি হয় টিভির পর্দায়, নাহলে মঞ্চে কিংবা সংবাদ মাধ্যমের বড় মুখ হিসেবে।
advertisement
4/7
কিন্তু এঁদের তারকা হিসেবে গড়ে তুলতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেন তাঁদের মধ্যে এক অন্যতম ভূমিকা পালন করেন রূপসজ্জা শিল্পীরা। কিন্তু ক্যামেরার নেপথ্যের এই মানুষগুলির অবদান মনে রাখে ক’জন? অথচ, দীর্ঘ সংগ্রামের পর তাঁরাও নিজেদের কাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হতে পারেন ঠিকই, কিন্তু সেই নামের তালিকা নাতিদীর্ঘ।
advertisement
5/7
তবে এবার যাতে তাদেরও মানুষ দেখতে পায় সেই উদ্যোগ নিলেন মুনমুন দাস ও তার কন্যা মোনা দাস। মোনা নিজেও একজন রূপসজ্জা শিল্পী হিসেবে মনে করেছেন তাঁদের এই কাজকে আর কেউ সম্মান না জানালেও তিনি এমন কিছু করবেন, যাতে তাঁর মতো বা তাঁর চেয়ে অভিজ্ঞ শিল্পীরা নিজেদের যথাযথ মর্যাদা পান। তাই তাঁরই উদ্যোগে ও শুভব্রত বিশ্বাসের বিশেষ সহায়তায় গত ৭ই নভেম্বর, বারদেভিস্তা ক্লাবে আয়োজিত হল গ্লোরিয়াস মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড ইভেন্ট।
advertisement
6/7
পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপসজ্জা শিল্পী বা মেকআপ শিল্পীদের এক প্রতিযোগিতা, যেখানে বহু মডেল তাদেরই কল্পনায় ও প্রসাধনে সেজে উঠবেন নানান রূপে। বিচারকের আসনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার।
advertisement
7/7
বিশেষ অতিথির আসন আলোকিত করলেন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিধায়ক শ্রী মদন মিত্র। অনুষ্ঠানটিতে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার ব্যবস্থা ছিল। অনুষ্ঠানটিতে সহযোগিতায় ‘বি বনি’ ও ‘আর্টল্যান্ড’। ইভেন্ট তত্ত্বাবধানে ছিল ‘ইভেন্টিজা’ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।