Local Train Cancel| Holi 2023|| আগামিকাল দোলে বাতিল শিয়ালদহ-হাওড়া শাখার বহু ট্রেন, দেখে নিন তালিকা
- Published by:Shubhagata Dey
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Local Train Cancelled for Holi 2023: শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি লোকাল ট্রেন চলবে না। প্রতিদিন শিয়ালদহ শাখায় ৮৮৮ লোকাল ট্রেন চলে। সেখানে আগামীকাল চলবে ৬৫৫ ট্রেন।হাওড়া শাখায় সর্বমোট ৬২ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
1/8

*দোলযাত্রায় লোকাল ট্রেনে যাত্রী সাধারণ কম হওয়ার কারণে বাতিল করা হবে বেশ কিছু লোকাল ট্রেন। দোলযাত্রার দিন হাওড়া এবং শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*দোলযাত্রা উপলক্ষে আগামিকাল অর্থাৎ ৭ মার্চ, হাওড়া শাখায় রবিবারের সময়সূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে। অর্থাৎ প্রতি সপ্তাহে রবিবার করে যে যে লোকাল ট্রেন গুলি বাতিল করা হয় সেই ট্রেনগুলিই বাতিল থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*এ দিন শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রীসংখ্যাও তুলনামূলক ভাবে কম থাকবে। ২৩৩ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*২৩৩টির মধ্যে শিয়ালদহ মেন লাইনের ১০৫টি ট্রেনও রয়েছে। বনগাঁ, হাসনাবাদ এবং ডানকুনি লাইনে রয়েছে যথাক্রমে ৩৩, ১৭ ও ১৬ ট্রেন। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি লোকাল ট্রেন চলবে না। প্রতিদিন শিয়ালদহ শাখায় ৮৮৮ লোকাল ট্রেন চলে। সেখানে আগামীকাল চলবে ৬৫৫ ট্রেন। এ ছাড়া হাওড়া শাখায় সর্বমোট ৬২ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*তবে ট্রেন বাতিল থাকলেও বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা কাজে বেরোবেন তাদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই চিন্তা ভাবনাও করা হয়েছে পূর্ব রেলের তরফে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*দিনের কোনো নির্দিষ্ট সময় একেবারে সম্পূর্ণরূপে ট্রেন পরিষেবা বন্ধ না করে দিনভর সময় ভাগ করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের কাজে বেরোনোর প্রয়োজন রয়েছে, তাদের ভোগান্তির সম্মুখীন হতে হবে না। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*লোকাল ট্রেনের পাশাপাশি কম সংখ্যায় চলবে মেট্রোরেলও। নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট সেকশনে দুপুরের পর থেকে পরিষেবা চালু হলেও জোকা তারাতলা সেকশনে পুরোপুরি বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা। সংগৃহীত ছবি।