TRENDING:

বাম ছাত্র-যুবদের 'ইনসাফ' সভা ঘিরে শহরে থিকথিকে ভিড়! ধর্মতলায় জনসুনামি! স্তব্ধ একাধিক রাস্তা

Last Updated:
Left Protest Rally: তিনটি বড় মিছিল ধর্মতলার ইনসাফ সভায় বেলা একটার মধ্যে পৌঁছয়। একটি মিছিল শিয়ালদা থেকে চলে আসে, দ্বিতীয়টি হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয়টি পার্কস্ট্রিট থেকে।
advertisement
1/7
বাম ছাত্র-যুবদের 'ইনসাফ' সভা ঘিরে শহরে থিকথিকে ভিড়! ধর্মতলায় জনসুনামি
এক মাস আগে কর্মসূচি ঘোষণা করেও মেলেনি অনুমতি। বাম ছাত্র-যুবদের ইনসাফ সভা ঘিরে আজ উত্তাল শহর কলকাতা। পুলিশ ও প্রশাসনিক বাধা উপেক্ষা করেই দলে দলে আজ পথে নামেন বাম ছাত্র-যুব নেতারা।
advertisement
2/7
পুলিশি অনুমতি না পাওয়ায় ওয়াই চ্যানেলে হয় সভা। সেখানে জমায়েতের পরে ভিক্টরিয়া হাউস চলো ডাক দেওয়া হয়। ভিক্টরিয়া হাউসের সামনে শুরু হয় কর্মসূচি।
advertisement
3/7
এদিন সকাল থেকে বাম সমৰ্থকরা জড়ো হন বিভিন্ন প্রান্তে। তিনটি বড় মিছিল ধর্মতলার ইনসাফ সভায় বেলা একটার মধ্যে পৌঁছয়। একটি মিছিল শিয়ালদা থেকে চলে আসে, দ্বিতীয়টি হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয়টি পার্কস্ট্রিট থেকে।
advertisement
4/7
তিনটির মধ্যে শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশন থেকে রওনা দেয় দুটি বড় মিছিল। পার্কস্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলটিতে মূলত কলকাতা জেলার বাম ছাত্র-যুব কর্মীরাই অংশগ্রহণ করে। বাকি দুটিতে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলার কর্মী-সমর্থকরা অংশ নেন।
advertisement
5/7
এছাড়াও, ছোট বড় বেশ কিছু মিছিল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় পৌঁছয় ৷ সোমবার রাতের মধ্যে বিভিন্ন জেলা থেকে বহু কর্মী-সমর্থক বাম ছাত্র-যুবদের রাজ্য অফিস দীনেশ মজুমদার ভবনে পৌঁছন। তাঁরাও পরিকল্পনামাফিক এই তিনটি মিছিলে অংশ নেন।
advertisement
6/7
প্রত্যেকটি মিছিল বেলা সাড়ে বারোটার মধ্যে শুরু করে দেওয়া হয়। বেলা একটার মধ্যে সেই মিছিল ধর্মতলায় এসে পৌঁছয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সিপিএম তথা ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর আগে প্রয়াত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান বক্তব্য রাখেন।
advertisement
7/7
ইনসাফ সভার 'ক্যাপ্টেন' মীনাক্ষী মুখোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, "মানুষ নিজেদের দুঃখ দুর্দশার কথা জানানোর জন্য জমায়েত করবেন । তার জন্য কেন পুলিশি অনুমতির প্রয়োজন হবে ? আমাদের ঘোষিত কর্মসূচি হবেই।" এরিয়া অকুপাই কর্মসূচি করতে ভিক্টরিয়ায় পৌঁছন বাম কর্মী সমর্থকেরা। এদিন আনিস মৃত্যু, এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ একাধিক বিষয়ে সোচ্চার হন বাম কর্মী সমর্থকেরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
বাম ছাত্র-যুবদের 'ইনসাফ' সভা ঘিরে শহরে থিকথিকে ভিড়! ধর্মতলায় জনসুনামি! স্তব্ধ একাধিক রাস্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল