TRENDING:

ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া

Last Updated:
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া।
advertisement
1/5
ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা।
advertisement
2/5
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া।
advertisement
3/5
বাংলা থেকে আরও দূরে সরে গিয়ে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ওড়িশা স্থলভাগে ঢুকে ছত্তিশগড়ের দিকে এগোবে আগামী ২৪ ঘণ্টায়।
advertisement
4/5
মৌসুমী অক্ষরেখা রায়পুর হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
advertisement
5/5
বৃহষ্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল