Lakshmir Bhandar: পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের! কবে টাকা পাবেন মহিলারা? জারি বিজ্ঞপ্তি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lakshmir Bhandar: রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি পড়ছে ২৬ সেপ্টেম্বর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। পেনশন প্রাপক ও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ১ অক্টোবর দেওয়া হবে।
advertisement
1/6

মাসের শেষে পুজো৷ তাই সরকারি কর্মচারী সুবিধার্থে আগেভাগেই বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এ দিনই সেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ আগামী মাসের শুরুতেই পেনশন পেয়ে যাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীরাও৷
advertisement
2/6
শিক্ষাপ্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা সহ সমস্ত রাজ্য সরকারের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পুজোর মাসের বেতনের দিনক্ষণ স্থির হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন। ২৪ ও ২৫ সেপ্টেম্বর চলতি মাসের বেতন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
advertisement
3/6
রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি পড়ছে ২৬ সেপ্টেম্বর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। পেনশন প্রাপক ও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ১ অক্টোবর দেওয়া হবে।
advertisement
4/6
অর্থাৎ, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষেত্রেও একই সুবিধা থাকবে। জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা সহ অন্যান্য আর্থিক সহায়তার টাকা ১ অক্টোবর ২০২৫ তারিখে সরাসরি DBT মারফত মহিলাদের ও অন্যান্যদের অ্যাকাউন্টে জমা হবে। এতে রাজ্যের কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন।
advertisement
5/6
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটি যথাযথভাবে রাজ্যের সমস্ত দফতরে পাঠানো হয়েছে। এতে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলাশাসক, ট্রেজারি অফিসার সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রাপ্য বিল প্রক্রিয়া আগেভাগেই সম্পন্ন হয়। একইসঙ্গে এই নোটিস অর্থ দফতরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে তথ্যটি যাচাই করতে পারেন।
advertisement
6/6
এর আগে পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য একই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ দুর্গাপুজোর কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসের বেতন আগাম দিয়ে দেওয়ার কথা জানানো হয়৷ এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২৬ সেপ্টেম্বর বেতন পাবেন৷ অবসরপ্রাপ্ত কর্মীরাও ওই দিন পেনশন পেয়ে যাবেন৷ এর ফলে এ রাজ্যের প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীও উপকৃত হবেন৷