'এসো মা লক্ষ্মী, বসো ঘরে' গানে গানে লক্ষ্মীপুজো! লক্ষ্মীর ভাণ্ডারে বেতনের টাকা দিলেন মদন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য তিনি, তাই কোজাগরী লক্ষ্মীপুজোয় নিজের কেন্দ্রের প্রতিটি কার্যালয়ে লক্ষ্মীর ভাঁড় রাখার ঘোষণা করলেন
advertisement
1/4

কোজাগরী লক্ষ্মীপুজোয় গান গেয়ে ধনদেবীর আরাধনায় মাতলেন (Lakshmi Puja 2022) তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। (ছবি: আবির ঘোষাল)
advertisement
2/4
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য তিনি, তাই কোজাগরী লক্ষ্মীপুজোয় নিজের কেন্দ্রের প্রতিটি কার্যালয়ে লক্ষ্মীর ভাঁড় রাখার ঘোষণা করলেন। (ছবি: আবির ঘোষাল)
advertisement
3/4
'এসো মা লক্ষ্মী, বসো ঘরে' গেয়ে কামারহাটিতে নিজেহাতে লক্ষ্মীপুজো করলেন মদন মিত্র। লক্ষ্মীর পাঁচালিও পাঠ করলেন। (ছবি: আবির ঘোষাল)
advertisement
4/4
বিধায়কের বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০১ টাকা জমা করেন। তাঁর কথায়, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, চাকরি পাননি, তাঁদের হাতে জমা টাকা তুলে দেওয়া হবে প্রত্যেক মাসে। যাঁদের ঘরে অভাব রয়েছে, ওষুধ, জামা কিনতে পারছেন না, আমাদের ছেলেরা বিভিন্ন এলাকার বুথে বুথে গিয়ে প্রত্যেককে সাহায্য় করবে। (ছবি: আবির ঘোষাল)