TRENDING:

Kunal Ghosh on Dilip Ghosh: 'দিলীপদা, দেখে নিন, কারা আছে...' হঠাৎ দিলীপ ঘোষকে বড় বার্তা কুণাল ঘোষের! মোদির সভার আগেই তুঙ্গে জল্পনা

Last Updated:
Kunal Ghosh on Dilip Ghosh: আপনি কি অভিমানী? বৃহস্পতিবার বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, 'না, না। আমরা পার্টির সাধারণ কর্মী। আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার এলে কাজ কাজে লাগি।'
advertisement
1/7
'দিলীপদা, দেখে নিন, কারা আছে' হঠাৎ দিলীপ ঘোষকে বড় বার্তা কুণালের! মোদির সভার আগেই জল্পনা
বাংলা বিজেপির অনুষ্ঠানে ফের ব্রাত্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এ নিয়ে মোট ৩ বার তাঁকে বড় সভায় এড়িয়ে গেল দল।
advertisement
2/7
আপনি কি অভিমানী? বৃহস্পতিবার বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, 'না, না। আমরা পার্টির সাধারণ কর্মী। আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার এলে কাজ কাজে লাগি।'
advertisement
3/7
মোদির সভায় যাওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, "কাল যাব কিনা ঠিক করিনি। আমন্ত্রণ পাইনি। নাও যেতে পারি। অন্য কাজে চলে যেতে পারি। আমি কোথায় যাব তা আমি ঠিক করি না। পার্টি ঠিক করে।"
advertisement
4/7
শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় তাঁকে ডাকা হয়নি।
advertisement
5/7
এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'পার্টির কর্মসূচি পার্টি ঠিক করে। সেটা আমার হাতে নেই। এর বাইরে কোনও কর্মসূচি থাকলে সেটা আমি ঠিক করি। কাল সরকারি প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওটায় যাচ্ছি না। বাকি দেখছি কী করা যায়।'
advertisement
6/7
দিলীপ ঘোষকে মোদির সভায় না ডাকা নিয়ে আসরে নেমেছে তৃণমূলও। বিকেলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু দিলীপ ঘোষকে ডাকে না, এটা দুঃখের ব্যাপার।'
advertisement
7/7
দলে অবস্থান ও সমর্থন নিয়ে কুণাল বলেন, 'দিলীপ ঘোষ দেখে নিন, দলে তাঁর পাশে কারা আছে। দিলীপ বাবুর সাথে নীতিগত আপত্তি থাকে। কিন্তু এটা ঠিক নয়।' (রিপোর্টার-- আবীর ঘোষাল)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kunal Ghosh on Dilip Ghosh: 'দিলীপদা, দেখে নিন, কারা আছে...' হঠাৎ দিলীপ ঘোষকে বড় বার্তা কুণাল ঘোষের! মোদির সভার আগেই তুঙ্গে জল্পনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল