Kunal Ghosh News: ২০২৬-এর ভোটে কত আসন পাবে তৃণমূল? 'পারফেক্ট' সংখ্যা বলে দিলেন কুণাল ঘোষ! একই সঙ্গে বিস্ফোরক বার্তা! কাকে লক্ষ্য করে এই বার্তা? তুমুল জল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh News: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল দারুণ ফল করবে বলেও দাবি কুণাল ঘোষের।
advertisement
1/6

কলকাতা: ফের দলের একাংশকে নিয়ে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল নেতার। কুণালের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, নেত্রীর প্রতি মানুষের আস্থা, অভিষেকের প্রতি ভালোবাসা দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসে যদি দলের একাংশের নেতা, কর্মী রাজনীতির আসল অংশটা থেকে সরে গিয়ে ঔদ্ধত্য ও অন্য কিছু ভাইরাসে আক্রান্ত হন, তাহলে কিছু মানুষ, এমনকি দলের কর্মীরাও বিরক্ত হতে পারেন। কিন্তু কাকে বা কাদের উদ্দেশ্য করে কুণালের এই পোস্ট, তা স্পষ্ট করেননি তৃণমূল মুখপাত্র।
advertisement
3/6
তবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল দারুণ ফল করবে বলেও দাবি কুণাল ঘোষের। তিনি লেখেন, ''আমরা 250+ সিট পাওয়ার জায়গায় আছি। মুখ্যমন্ত্রী কাজ করেছেন, করে চলেছেন, নজিরবিহীন উপকার হচ্ছে মানুষের। কিছু জায়গায় স্থানীয়স্তরে একটু মেরামতি দরকার। সঠিক লোক চেনা দরকার। ইগো/গোষ্ঠী সরিয়ে মানিয়ে নেওয়া দরকার।''
advertisement
4/6
এবারই অবশ্য প্রথম নয়, দিন কয়েক আগে কুণাল লিখেছিলেন, বৃহত্তর ময়দানে, যেখানেই তিনি খেলতে নামছেন, সেখানেই তিনি ঝাপসা ঝাপসা কিছু একটা লাগছে। এমনকি এও বলেছিলেন, আরজি কর আন্দোলনের সময় যাঁরা সে সময়ে চুপ ছিলেন, তাঁরা যদি এখন সক্রিয় হন, কর্মীরা মানবে কেন?
advertisement
5/6
এবারও কুণাল দলের সেই অংশকেও বার্তা দিলেন। ফের লিখলেন, কিছু জায়গায় স্থানীয়স্তরে একটু মেরামতি দরকার। সঠিক লোক চেনা দরকার। ইগো/গোষ্ঠী সরিয়ে মানিয়ে নেওয়া দরকার। শাসকের অর্জিত মেদ বর্জন দরকার। অর্গ্যানিক/স্বাভাবিক আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা বেড়ে চলুক। কৃত্রিম বাতাবরণ বর্জিত থাক।
advertisement
6/6
অতীতের কথা উল্লেখ করে কুণাল লেখেন, সিপিএমের মত প্রবল শক্তির বিরুদ্ধে লড়তে রাজনীতিটা ছিল; মমতাদি ঘর থেকে সকলকে টেনে বার করে আনার ম্যাজিক জানতেন; তখন তৃণমূল হয়নি, কিন্তু তৃণমূলের ভিতপুজোর প্রক্রিয়া যেন শুরু; সেই আবেগটা নিঃস্বার্থ, নিঃশর্ত, ক্ষমতার জৌলুসহীন কিন্তু প্রাণশক্তিতে ভরপুর। ক্ষমতায় থেকেও শরীরে মনে তৃণমূল তেমনই থাকুক। বিজেপি, সিপিএম, বিরোধীরা ঝড়ে উড়ে যাবে। লিখে রাখুন 250+