স্থায়ী ছাউনির আশায় ভোট দেবে কুমোরটুলি!
Last Updated:
চড়া গরম ৷ শহর জুড়ে তাপপ্রবাহ ৷ তারই মাঝে মাটিতে জলের প্রলেপ ৷ রঙ ছিটিয়ে নতুন রঙের খোঁজ ৷ তুলির টানে একে একে ফুটে উঠছে নানা মূর্তির নানা মুখোশ ৷ কলকাতা শহর জুড়ে যখন ভোটের হাওয়া ৷ তখন তীব্র গরমে, মাটি শুকোতে ব্যস্ত কুমোরটুলি ৷ এখনও মাটির গায়ে, শিল্পীদের তুলির টানে পুরনো প্রত্যাশা, পুরনো আশা ৷ ফের ভোট শহরে ৷ পাঁচ বছর পেরিয়ে ফের নতুন কোনও আলোর সন্ধান ৷ তবুও কি মিটবে আশা, কুমোরটুলি কী পাবে কোনও স্থায়ী ছাউনি ! ভোটের মুখে এরকমই প্রশ্ন কুমোরটুলির অলি-গলিতে ৷
advertisement
1/8

চড়া গরম ৷ শহর জুড়ে তাপপ্রবাহ ৷ তারই মাঝে মাটিতে জলের প্রলেপ ৷ রঙ ছিটিয়ে নতুন রঙের খোঁজ ৷ তুলির টানে একে একে ফুটে উঠছে নানা মূর্তির নানা মুখোশ ৷ কলকাতা শহর জুড়ে যখন ভোটের হাওয়া ৷ তখন তীব্র গরমে, মাটি শুকোতে ব্যস্ত কুমোরটুলি ৷ এখনও মাটির গায়ে, শিল্পীদের তুলির টানে পুরনো প্রত্যাশা, পুরনো আশা ৷ ফের ভোট শহরে ৷ পাঁচ বছর পেরিয়ে ফের নতুন কোনও আলোর সন্ধান ৷ তবুও কি মিটবে আশা, কুমোরটুলি কী পাবে কোনও স্থায়ী ছাউনি ! ভোটের মুখে এরকমই প্রশ্ন কুমোরটুলির অলি-গলিতে ৷
advertisement
2/8
পুজোর আগে লোকজনের প্রচুর ভিড় ৷ এখান থেকে দেশ-বিদেশে পাড়ি দেয় নানা মূর্তি ৷ তখনও কুমোরটুলি শহরের যেন সবচেয়ে আলোকিত স্থান ৷ কিন্তু পূজো গেল তো সব গেল, অন্ধকার ঘরে আলোর জ্বালিয়ে একটু ঠিক করে বেঁচে থাকার আশা !
advertisement
3/8
সরকার বদলেছে ৷ বদলেছে অনেক কিছু ৷ কিন্তু প্রতিশ্রুতি রয়েই গিয়েছে ৷ রাজনীতির রং ভেদে সবাই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থায়ী ছউনি পাবে কুমোরটুলি ৷ যেখান থেকে দেশ-বিদেশে ছড়িয়ে পরবে কুমোরটুলির মাটির প্রতিমা ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি কেউ-ই ৷
advertisement
4/8
সরকারি জানলা চাইছে কুমোরটুলি ৷ একটা স্থায়ী বিপণন কেন্দ্র ৷ চাইছে এক মার্কেটের সম্মান ! সরকারি জানলা চাইছে কুমোরটুলি ৷ একটা স্থায়ী বিপণন কেন্দ্র ৷ চাইছে এক মার্কেটের সম্মান !
advertisement
5/8
কুমোরটুলিতে প্রায় ৪৫০ জন পরিবার বংশানুক্রমে এই পেশার সঙ্গে যুক্ত ৷ তবে দুর্গাপুজোর সময় বাইরে থেকে শিল্পী নিয়ে আসতে হয় মাটির প্রতিমা তৈরির জন্য ৷ হিসেব অনুযায়ী, দুর্গাপুজোর জন্য এই বনমালি সরকার স্ট্রিটে তৈরি হয় প্রায় ৫০০০ টি দুর্গা প্রতিমা শুধুমাত্র কলকাতা শহরেই পৌঁছে দেয় কুমোরটুলি ৷ অর্ডার আসে বিদেশ থেকে ৷
advertisement
6/8
তবে কি শুধুই দুর্গাপুজো ? এই সময় গোটা বাংলা জুড়ে নানা পার্বণ ৷ লক্ষ্মীপুজো থেকে শুরু করে সরস্বতী, জগদ্বাত্রী, গণেশ ! গোটা কুমোরটুলিতে উপচে পড়ে ক্রেতায় ! তবে কি শুধুই দুর্গাপুজো ? এই সময় গোটা বাংলা জুড়ে নানা পার্বণ ৷ লক্ষ্মীপুজো থেকে শুরু করে সরস্বতী, জগদ্বাত্রী, গণেশ ! গোটা কুমোরটুলিতে উপচে পড়ে ক্রেতায় !
advertisement
7/8
রথ যাত্রা থেকে শুরু হয় খড় বাঁধা, কাঠামোর ওপর মাটি পড়ে ক্রেতার থেকে বায়না পাওয়ার পরই ৷ গোটা কুমোরটুলি নিজেদের উন্নয়নে তাই চাইছে সরকারী জানলা ৷ এমন একটা মার্কেট, যেখানে সুন্দর উপায়ে চলবে মূর্তির ক্রয়-বিক্রয় ৷
advertisement
8/8
মূর্তির গায়ে নানা রঙের তুলির টানের জন্য সদা প্রস্তুত কুমোরটুলি ৷ তবে রাজনীতির কোন রংটি লাগবে কুমোরটুলির গলিতে ৷ তা হয়তো ঠিক হবে শিল্পীদের আশা পূরণেই ৷ তাই এবারের ভোটেও, কুমোরটুলির সেই পুরনো ইস্যু ৷ স্থায়ী ছাউনি ৷